Advertisement
Advertisement
Mango Festival

হিমসাগর থেকে অমৃতভোগ, দিল্লির মেলায় মালদহের আমের জয়জয়কার

ভিড় জমাচ্ছেন বহু আমপ্রেমী।

Mango festival begins in Delhi
Published by: Sayani Sen
  • Posted:June 7, 2025 1:40 pm
  • Updated:June 8, 2025 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথাও সাজানো হিমসাগর। পাশে রাখা ল্যাংড়া, তোতাপুরী, আম্রপালি। একই সারিতে গোপালভোগ, মল্লিকা, ফজলি, লক্ষ্মণভোগ, অমৃতভোগ, কিশান ভোগ-সহ ১৫ প্রজাতির আম। দিল্লির আম মেলায় বাংলার জয়জয়কার। ভিড় জমাচ্ছেন বহু আমপ্রেমী।

গত ৫ জুন থেকে দক্ষিণ দিল্লী কালীবাড়ি প্রাঙ্গণের প্রণব মুখোপাধ্যায়ের সভাগৃহে বসেছে আম মেলা। চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এই মেলাটি আয়োজন করে বাংলার উদ্যান পালন বিভাগ। কীভাবে যাবেন মেলায়? দক্ষিণ দিল্লি কালীবাড়ির নিকটবর্তী মেট্রো স্টেশন ম্যাজেন্টা লাইনে মুনিরিকা/ বসন্তবিহার। পিঙ্ক লাইনে মোতিবাগ মেট্রো স্টেশন। সেখান থেকে বাস অথবা অটোয় যাওয়া যাবে মেলায়। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় চলছে বিকিকিনি। মেলায় ঢুকতে লাগবে না কোনও প্রবেশমূল্য। গত বছর দক্ষিণ দিল্লি কালীবাড়ি প্রাঙ্গণে বেসরকারি উদ্যোগে মেলার আয়োজন করা হয়।

Delhi-Mango-Festival

মালদার বাগান থেকে সরাসরি ওই আম মেলায় কার্বাইড ছাড়া প্রাকৃতিক উপায়ে পাকানো আমের পসরা সাজিয়ে বসেছেন ক্রেতারা। বাংলার বিখ্যাত হিমসাগর, ল্যাংড়া, তোতাপুরী, আম্রপালি, গোপালভোগ, মল্লিকা, ফজলি, লক্ষ্মণ ভোগ, অমৃত ভোগ, কিশান ভোগ-সহ ১৫ প্রজাতির আম মেলায় অংশ নিয়েছে। নিয়ে এই মেলা বসবে দক্ষিণ দিল্লি কালীবাড়ির প্রণব মুখার্জি সভাগৃহে। এছাড়া আমসত্ত্ব এবং আমের আচারও পাওয়া যাচ্ছে এই মেলায়। এবারের বিশেষ আকর্ষণ আলফানসো আম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement