Advertisement
Advertisement
World Biriyani Day

বারাকপুর থেকে সফেদ, বিরিয়ানির রয়েছে হাজার রকমফের, এগুলি চেখে দেখেছেন?

৬ জুলাই, বিশ্ব বিরিয়ানি দিবসে বিরিয়ানিতে হোক রসনাতৃপ্তি।

World Biriyani Day: Discover the divine and delicious biryani in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:July 6, 2025 4:17 pm
  • Updated:July 6, 2025 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির গৃহিণীর আজ রান্নায় মন নেই। কিংবা কোনও সেলিব্রেশন। বা কারও মনখারাপ। বিরিয়ানিই যেন সমাধানের একমাত্র পথ। তা সে চিকেন হোক বা মটন। একে তো আজ রবিবার। তার উপর আবার বিশ্ব বিরিয়ানি দিবস। তাই বিরিয়ানিতে পেট না ভরালে হয়? আওয়াধি থেকে সফদে কিংবা বারাকপুর স্টাইল – বিরিয়ানির রয়েছে হাজার রকমফের। একবার মিলিয়ে দেখুন তো, সবগুলি চেখে দেখেছেন কিনা।

Advertisement

Chicken biriyani sold on plate with image of Ram, chaos in Delhi

বারাকপুর স্টাইল বিরিয়ানি
গত কয়েক বছর ধরে বারাকপুরের বিরিয়ানি সকলের মন জয় করেছে। ভ্লগার থেকে সাধারণ খাদ্যরসিকের গন্তব্য ‘দাদা বউদি’, ‘ডি-বাপি’। সরু সরু চাল। হালকা ঘিয়ের সুগন্ধ। সঙ্গে আলু। আর মাংস তো থাকবেই। বারাকপুর স্টাইলের বিরিয়ানি এখনও চেখে না দেখলে, আজই পরিকল্পনা করতে পারেন।

Barrackpore

সফেদ বিরিয়ানি
কলকাতা স্টাইলের বিরিয়ানির মধ্যে অত্যন্ত জনপ্রিয় সফেদ বিরিয়ানি। এই বিরিয়ানিতে জাফরান এবং মশলার ব্যবহার তুলনামূলক কম হয়। যাঁরা কম মশলাযুক্ত বিরিয়ানি খেতে চান, তাঁদের জন্য আদর্শ। আগামিকাল সোমবার। মনডে ব্লু’জ কাটিয়ে অফিস যেতেই হবে। তাই বিশ্ব বিরিয়ানি দিবসে হালকা মশলাযুক্ত সফেদ বিরিয়ানিতে সারতে পারেন রসনাতৃপ্তি।

Safed Biriyani

নিজাম স্টাইল বিরিয়ানি
জাফরান, ঘি এবং ড্রাই ফ্রুটসের অসাধারণ সামঞ্জস্যে তৈরি নিজাম স্টাইল বিরিয়ানি পছন্দ প্রায় সকলের। রায়তা এবং স্যালাডের সঙ্গে এই ধরনের বিরিয়ানি চেখে দেখতেই পারেন আজ।

Nizami-Biryani

হায়দরাবাদি বিরিয়ানি
ম্যারিনেট করা মাংস দিয়ে দম অর্থাৎ কম আঁচে চাল এবং মশলা একসঙ্গে রান্নাই হায়দরাবাদি বিরিয়ানির ইউএসপি। কলকাতায় বসেও আপনি একাধিক রেস্তরাঁয় এই ধরনের বিরিয়ানি পেতে পারেন। তবে দুঃখ একটাই হায়দরাবাদি বিরিয়ানিতে পাবেন না আলু। যাঁরা বিরিয়ানির আলুর প্রেমে পাগল, তাঁদের হায়দরাবাদি বিরিয়ানি অর্ডার না করাই ভালো।

Hyderabadi-Biryani

আওয়াধি বিরিয়ানি
বিরিয়ানির প্রকারভেদের মধ্যে আওয়াধি বেশ এগিয়ে। জাফরান, মাংস, মশলা এবং আলুর মিশ্রণে আওয়াধি বিরিয়ানি দেখলেই জিভে জল আসে অনেকের। চিকেন চাপ কিংবা রেজালার সঙ্গে এই ধরনের বিরিয়ানি চেখে দেখতে পারেন।

Awadhi-Biryani

কাচ্চি বিরিয়ানি
হালকা আঁচে রান্না করা বাসমতি চাল, ম্যারিনেট করা মাংস, মশলার মিশ্রণে তৈরি কাচ্চি বিরিয়ানি প্রেমীর সংখ্যা নেহাত কম নয়। বিশ্ব বিরিয়ানি দিবসে এই ধরনের বিরিয়ানিতে হতে পারে রসনাতৃপ্তি।

Kachhi-Biryani

থালাসেরি বিরিয়ানি
কেরলে অত্যন্ত বিখ্যাত থালাসেরি বিরিয়ানি। এই বিরিয়ানিতে মশলা এবং ঘিয়ের গন্ধ তুলনামূলক বেশি। আর উপর দিয়ে ছড়ানো থাকে বেরেস্তা (পিঁয়াজ ভাজা)। কখনও কখনও কাজুবাদামও থাকে। কলকাতায় বসে একটু অন্য ধরনের বিরিয়ানি খেতে চাইলে থালাসেরি হতে পারে আপনার প্রথম পছন্দ।

Thalassery-Biryani

শুধু পড়লে চলবে না। দুপুরে মিস করলেও, রাতে না হয় বিরিয়ানিতেই হোক রসনাতৃপ্তি। তাই আর দেরি না করে হয় ভিড় জমান কোনও রেস্তরাঁয়। বৃষ্টিভেজা দিনে সে ঝক্কি নিতে না চাইলে যেকোনও ফুড অ্যাপে গিয়ে এক ক্লিকে অর্ডার দিতে পারেন। তারপর ঘরে বসে প্রিয়জনের সঙ্গে জমিয়ে সারুন পেটপুজো। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement