Advertisement
Advertisement
Google Chrome

বহু অ্যান্ড্রয়েড ফোনে আর কাজ করবে না Google Chrome! তালিকায় আপনারটা নেই তো?

কেন কাজ করবে না ক্রোম?

Google Chrome May Stop Working On These Android Phones From August

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 28, 2025 3:38 pm
  • Updated:June 28, 2025 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি অ্যান্ড্রয়েড ইউজার? দীর্ঘদিন ধরে একই ফোন ব্যবহার করছেন? তাহলে সমস্যায় পড়তে পারেন আপনি। কারণ, আগামী আগস্ট থেকে বহু অ্যান্ড্রয়েড ফোনে আর কাজ করবে না ক্রোম!

ব্যাপারটা ঠিক কী? গুগল সূত্রে জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৮ (Oreo) ও অ্যান্ড্রয়েড ৯ (Pie) এবার বিদায়ের পথে। নতুন করে আর কোনও আপডেট মিলবে না এতে। ন্যূনতম আপডেট পেতে হলেও আপনার ফোনের অপারেটিং সিস্টেম হতে হবে অ্যান্ড্রয়েড ১০। ফলে যারা দীর্ঘদিন ধরে একই ফোন ব্যবহার করছেন, তাঁদের অনেকেরই OS ভার্সন অ্যান্ড্রয়েড ৮ বা ৯। ফলে আগস্টের পর থেকে তারা আর কোনওরকম আপডেট পাবেন না। ফলে এমন নয় যে এই OS ভার্সনের ফোনগুলোতে রাতারাতি কাজ করা বন্ধ করবে গুগল ক্রোম। ফোনে ক্রোম ব্যবহার করা যাবে, কিন্তু নিরাপত্তা থাকবে না। এদিকে যাবতীয় কাজ করতে প্রয়োজন ক্রোম। আর এক্ষেত্রে ডেটা লিক হওয়ার আশঙ্কা প্রবল। বিশেষত আপনি যদি ফোনের মাধ্যমে বিভিন্ন স্পর্শকাতর অ্যাপ বা সাইট খোলেন, তাতে ডেটা ফাঁসের সম্ভাবনা বাড়বে কয়েকগুণ।

তথ্য বলছে, এখনও ৬ শতাংশ অ্যান্ড্রয়েড ৯ ব্যবহারকারী করেছেন। ৮ ও ৮.১ ব্যবহারকারী ৪ শতাংশ। সংস্থার তরফে জানানো হয়েছে, যারা সফটওয়্যারের এই ভার্সন ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে সম্ভব হলে অবিলম্বে OS আপডেট করতে হবে। অন্যথায় ফোন বদল করুন। যাহলে পড়তে হবে সমস্যায়। ফলে আর দেরি না করে চটপট চেক করুন নিজের ফোনের অপারেটিং সিস্টেমের ভার্সন, তারপরই নিন নতুন ফোন কেনার সিদ্ধান্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement