সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড. বিধানচন্দ্র রায়ের স্মরণে ১ জুলাই দিনটি দেশবাসী মনে রাখে জাতীয় চিকিৎসা দিবস হিসেবে। চিকিৎসকদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও সমাজে তাঁদের অমূল্য অবদানকে স্মরণ করার জন্য উৎসর্গ এই দিন। ৫৩ বছর আগে ঠিক এই দিনেই পথ চলা শুরু করেছিল অরিও ফার্মা ল্যাবরেটরিজ প্রা. লি। সেসময় ‘ডক্টর ডে’ দিনটি খাতায় কলমে না থাকলেও এ যেন আশ্চর্য সমাপতন। আর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কলকাতার এসএইচকেবি সরণিতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছে তারা।
১৯৭০ সালে রামলাল ভট্টাচার্য তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে চলে আসেন কলকাতায়। ভারতে এসে তিনি ১৯৭২-এ আজকের দিনেই প্রতিষ্ঠা করেন অরিও ফার্মা, যা আজ পূর্ব ভারতের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি। মানব সেবায় অরিও ফার্মা ৫৩ বছর ধরে নিয়োজিত। আর আজ প্রতিষ্ঠা দিবসে রামলাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে গরিবদের বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়াও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ‘আরতী স্কলারশিপ ফর এক্সেলেন্স’ আর্থিক সহায়তার হাতও বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন ডিরেক্টর প্রয়াত আরতী প্রভা ভট্টাচার্যের স্মৃতিতে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। বিগত বছরগুলির মতো এবছরেও সামাজিক সহায়তার জন্য একগুছ পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব ভারতের এই বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
অরিও ফার্মা তাদের উন্নয়ন ও প্রসারে বর্তমানে একটি WHO-GMP সার্টিফায়েড উৎপাদন ইউনিট তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এর ফলে আন্তর্জাতিক মানের ওষুধ তৈরি ও তা গোটা বিশ্বে পৌঁছে দেওয়াই হবে তাদের উদ্দেশ্য। এখানেই থেমে নেই অরিও ফার্মা। বিভিন্ন প্রজন্মের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে একটি ওয়েলনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘LUB-Love your Body’ শুরু করেছে তারা।
জীবনরক্ষাকারী ওষুধ থেকে শুরু করে আধুনিক ওয়েলনেস সলিউশনের মধ্যে দিয়ে অরিও ফার্মা মানুষের পাশে রয়েছে সবসময়। এই দীর্ঘ পথ পরিক্রমায় তাদের গুণমান, মূল্যবোধ, ও মানবিকতা তাদেরকে পূর্বভারতের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে। মিলেছে মানুষের প্রচুর ভালোবাসা ও বিশ্বাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.