Advertisement
Advertisement
Eyebrow Threading

ভ্রু প্লাকের পরই লিভারের সমস্যা! বিউটি পার্লারে ওঁত পেতে বিপদ, কী পরামর্শ চিকিৎসকদের?

স্থানীয় পার্লারে যান আপনিও?

Can eyebrow threading give you hepatitis, here is what doctor said
Published by: Sayani Sen
  • Posted:August 9, 2025 1:03 pm
  • Updated:August 9, 2025 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়নার সামনে দাঁড়িয়ে তরুণী দেখলেন তাঁর ভ্রু-র যাচ্ছে তাই দশা। প্রায় সঙ্গে সঙ্গে পাড়ার পার্লারে দৌড়। ভ্রু ঠিকঠাক হওয়ার পর তবে শান্তি। এই অভ্যাস আর পাঁচজনের মতো আপনারও রয়েছে? তবে চিকিৎসক অদিতিজ দামিজার মতে এই অভ্যাসের ফলে বিপদে পড়তে পারেন আপনি। লিভার বিকল হয়ে যাওয়ার মতো বড়সড় ক্ষতিও হতে পারে।

Advertisement

চিকিৎসক অদিতিজ দামিজা সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি রিল শেয়ার করেন। তিনি দাবি, ২৮ বছরের এক তরুণী স্থানীয় পার্লার থেকে ভ্রু ঠিকঠাক করে বেরনোর পর থেকে জটিল লিভারের সমস্যায় ভুগছেন। চিকিৎসকের দাবি, পার্লারে ব্যবহার করা সুতোই হল বিপদের কারণ। অবাক লাগলেও, চিকিৎসকের মতে সত্যি এটি ভাবনার বিষয়।

Eyebrow-Threading

চিকিৎসকের মতে, আসলে ছোট ছোট পার্লারে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে স্বাস্থ্যবিধি মানা হয়। একই সুতো দিয়ে একাধিক মহিলার ভ্রু ঠিকঠাক করা হয়। আর তা করতে গিয়ে অনেকের কেটে যায়। রক্ত বেরয়। তার ফলে জীবাণু সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়। ঠিক যেমন হেপাটাইটিস বি কিংবা হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জীবাণু সংক্রমণের প্রভাবে সঙ্গে সঙ্গে শরীরে কোনও সমস্যা না-ও দেখা দিতে পারে। হয়তো বছরখানেক পর নানা সমস্যা হতে পারে।

এই সমস্যা থেকে বাঁচতে তাই চিকিৎসকের পরামর্শ অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। ঠিক কী কী সতর্কতার কথা বলছেন চিকিৎসক:

* পার্লারে গিয়ে অবশ্যই নতুন সুতো দিয়ে আইব্রো থ্রেডিং করানোর চেষ্টা করুন। না হলে পার্লার থেকে প্রয়োজনে ফিরে আসুন।
* পার্লারে যিনি কাজ করছেন, তাঁর হাত পরিষ্কার কিনা, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে গ্লাভস পরতে বলুন।
* নিজের ব্যবহৃত জিনিস নিজেই পার্লারে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাতে শারীরিক সমস্যার সম্ভাবনা কম।
* নিজের সুরক্ষায় হেপাটাইটিস বি ভ্যাকসিন নিন।
Eyebrow-Threadingপার্লার থেকে ঘুরে আসার পরপরই ক্লান্তিবোধ, হলুদ চোখ, হলুদ প্রস্রাব হলে সাবধান হোন। চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন টেস্ট করুন। ওষুধ খান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ