Advertisement
Advertisement
Desun Hospital

বিশ্বমানের পরিষেবা, চিকিৎসায় আস্থার নাম ডিসান হাসপাতাল

NABH ও NABL-এর মতো দু'টি গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা ডিসান অনুমোদিত।

Desun Hospital in Kolkata, one of the largest and most advanced healthcare institutions in Eastern India
Published by: Buddhadeb Halder
  • Posted:July 2, 2025 9:36 pm
  • Updated:July 3, 2025 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব ভারতের অন্যতম নামী ও অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের নাম কলকাতার ডিসান হসপিটাল। ৭৫০ শয্যা বিশিষ্ট সুবিশাল পরিকাঠামোয় এখানে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনায় একদিকে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবস্থা, অন্যদিকে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

সাধারণ চিকিৎসা থেকে জটিল সার্জারি- সব ধরনের পরিষেবার জন্যই ডিসান একটি ওয়ান-স্টপ সলিউশন। এখানে ৫৩টি বিশেষ বিভাগ, ৮টি স্পেশালাইজড ইনস্টিটিউট এবং ৪টি সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে। ফলে, প্রতিটি রোগী তাঁদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন।

NABH ও NABL-এর মতো দু’টি গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা ডিসান অনুমোদিত। হাসপাতালটি রোগীর সুরক্ষার ব্যাপারে যথাযোগ্য যত্ন নেয়। অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার, ২৪x৭ ইমার্জেন্সি ও ট্রমা কেয়ার এবং পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম ICU এই প্রতিষ্ঠানের অন্যতম চালিকাশক্তি। এছাড়াও, এখানে রয়েছে বিশেষ PICU ও NICU ইউনিট, যা শিশুদের নিবিড় পরিচর্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডায়ালিসিস ইউনিটের অভিজ্ঞ চিকিৎসক ডা. অর্কপ্রভ চক্রবর্তীর মতে, “ডায়ালিসিস একটা লাইভ সেভিং অপশন। কিন্তু অনেক পেশেন্ট আছেন, যাঁরা ডায়ালিসিস করতে ভয় পান। একটা ভ্রান্ত ধারণা তাঁদের মধ্যে রয়েছে যে ডায়ালিসিস শুরু হওয়া মানে পেশেন্ট আর বাঁচবেন না। এটা একদমই ভুল ধারণা। এমনও হতে পারে যে আমরা রোগীর অবস্থা অনুযায়ী ডায়ালিসিস কমিয়ে আনি। রোগীদের ক্ষেত্রে ডায়ালিসিস নতুন জীবন দেয়। আমাদের এখানে রয়েছে অ্যাডভান্স ডায়ালিসিস মেশিন। ফলে, এই উন্নত ব্যবস্থায় রোগী দ্রুত সুস্থ হওয়ার সুযোগ পান। আমরা এও বলে থাকি ডায়ালিসিস থেকে মুক্তির পথ কিডনি ট্রান্সপ্লান্ট। আমাদের এখানেও এখন কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে।”

ডিসান-এ একটি আধুনিক ক্যান্সার কেয়ার ইউনিট রয়েছে, যেখানে মাল্টি-মডালিটি ইনফিনিটি LINAC, হাই-প্রিসিশন ব্র্যাকিথেরাপি, PET-CT, এবং SPECT-CT-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। উচ্চ-রেজোলিউশন MRI এবং উন্নত ক্যাথ-ল্যাব-সহ সব ধরনের উন্নত ডায়াগনস্টিক সুবিধা এখানে উপলব্ধ।

ডিসান হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি সুস্থতার আশ্রয়স্থল যেখানে প্রতিটি রোগী সহানুভূতি, যত্ন ও ভালোবাসায় সেরা চিকিৎসা পেয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ