Advertisement
Advertisement
skin cancer from mole

ছোট্ট তিলেই লুকিয়ে ক্যানসার বীজ? লক্ষণ চিনে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের

সময়মতো রোগ ধরা পড়লে 'মেলানোমা'র চিকিৎসা সম্ভব।

Doctors advice that moles can also cause skin cancer
Published by: Buddhadeb Halder
  • Posted:August 28, 2025 2:45 pm
  • Updated:August 28, 2025 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ​প্রায় সবার শরীরেই কম-বেশি তিল থাকে। এমনকী ছোট্ট একটি তিল আমাদের রূপসৌন্দর্য বাড়িয়ে তোলে। তবে, জানেন কি কোনও কোনও ক্ষেত্রে এই তিলই হয়ে উঠতে পারে ত্বকের ক্যানসারের প্রাথমিক লক্ষণ?

Advertisement

বেশিরভাগ তিলই ক্ষতিকর নয়। এগুলো ত্বকের স্বাভাবিক অংশ। তাই এগুলো থেকে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে না বললেই চলে। তবে কিছু ক্ষেত্রে তিল থেকে ক্যানসার হতে পারে। এই ক্যানসারকে বলা হয় মেলানোমা। সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বললেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়শ্রী দাস (প্রামাণিক)।

skin cancer from mole

আমাদের ভারতীয় ত্বকে মেলানোমা হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম। ইউরোপীয় বা শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এর ঝুঁকি বেশি। কারণ তাদের ত্বকে মেলানিন কম থাকে। তবে এর মানে এই নয় যে আমাদের ত্বকে মেলানোমার ঝুঁকি একদমই নেই।

কখন সতর্ক হবেন?
আপনার শরীরে কোনও তিল হয়তো দীর্ঘ দিন ধরে রয়েছে। কিন্তু দেখলেন হঠাৎ করেই সেটি বড় হয়ে উঠছে বা চামড়ায় ছড়িয়ে পড়ছে। এছাড়া যদি লক্ষ করেন হঠাৎ সেই তিল নিজের রং পরিবর্তন করতে শুরু করেছে তাহলে সতর্ক হোন! যদি কোনও তিলের মধ্যে হঠাৎ করে অস্বাভাবিক পরিবর্তন দেখেন, তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন।

কয়েকটি লক্ষণ
(১) ​আকার পরিবর্তন: যদি কোনও তিল হঠাৎ করে বড় হতে থাকে।
​(২) রঙ পরিবর্তন: যদি তিলের রঙ কালো, বাদামি বা অন্য কোনও রঙে পরিবর্তিত হয়।
(৩) ​আকার: যদি তিলের আকার অমসৃণ বা এলোমেলো হয়।
(৪) ​রক্তপাত: যদি কোনও তিল থেকে হঠাৎ রক্তপাত শুরু হয়।
(৫) ​ব্যাথা ও চুলকানি: যদি তিলে ব্যাথা বা চুলকানি হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

তিল থেকে রক্তপাত ক্যানসারের লক্ষণ?
যদি কোনও তিল হঠাৎ বড় হয়ে ওঠে এবং তা থেকে রক্তপাত শুরু হয়, তাহলে সাবধান হোন। এক্ষেত্রে তিলের কোষগুলো অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়িয়েছে। এই ধরনের লক্ষণ দেখা গেলে দেরি না করে দ্রুত একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

​মনে রাখবেন, সময়মতো রোগ ধরা পড়লে মেলানোমার চিকিৎসা সম্ভব। তাই শরীরের কোনও তিলে যদি উপরের লক্ষণগুলো দেখতে পান, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ