Advertisement
Advertisement
acne problem

ব্রণ তাড়াতে নিয়ম করে রোজ মুখে রসুনের রস মাখেন? মারাত্মক ক্ষতি হচ্ছে কিন্তু!

জেনে নিন বিশেষজ্ঞের মত।

Doctors advise against applying garlic juice to treat acne problem
Published by: Buddhadeb Halder
  • Posted:July 30, 2025 4:49 pm
  • Updated:July 30, 2025 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখময় ব্রণ! শুধু মুখে নয়, কপাল ও থুতনিও ব্রণয় ভর্তি? এই সমস্যা টিনেজারদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনও বয়সেই ব্রণয় নাজেহাল হতে পারেন আপনিও। বাজারের নামজাদা ক্রিম থেকে শুরু করে ঘরোয়া টোটকা কিছুই বাদ রাখেননি। তারপরেও কিছুতেই কিছু হচ্ছে না তো?

Advertisement

Doctors advise against applying garlic juice to treat acne problem

অনেকে বলে থাকেন রসুনের রস মাখলে ব্রণ সারে! কথাটা কি সত্যি? রসুনে রয়েছে অ্যালিসিন নামক রাসায়নিক যৌগ। এই উপাদান ব্রণ ও তার দাগছোপ থেকে রেহাই দিতে পারে বলে অনেকেই মনে করেন। আর তাই, মুখে ব্রণ দেখা গেলেই রসুনের রস ওই স্থানে অনেকেই লাগাতে শুরু করেন।

রসুনের কোয়া থেঁতো করে দুধ ও গোলাপ জল মিশিয়ে অনেকেই একরকম মিশ্রণ তৈরি করে নেন। আর এই মিশ্রণ ব্রণর উপর ক্রমাগত ব্যবহার করতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হল সত্যিই কি এভাবে ব্রণ সেরে ওঠে?

Doctors advise against applying garlic juice to treat acne problem

বিশিষ্ট চিকিৎসকরা জানাচ্ছেন, রসুনের রস মেখে ব্রণ নিরাময় করা যায় না। বরং এতে হিতে বিপরীত ঘটার সম্ভাবনা। রসুনের রস সরাসরি ত্বকে ব্যবহার করা একেবারেই উচিত নয়। কারণ, রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা চামড়া পুড়িয়ে ফেলতে পারে। ত্বকের জন্য ক্ষতিকর এই উপাদানগুলি জ্বালাপোড়া বা প্রদাহ তৈরি করতে সক্ষম। তাই, রসুনের রস সরাসরি কখনওই ব্রণতে ব্যবহার করবেন না। বরং সঠিক চিকিৎসার জন্য একজন ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

একথা ঠিক যে রসুনের রসে থাকা অ্যালিসিন অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু তা বলে রসুনের রস মেখে আপনি ব্রণ সারিয়ে ফেলতে পারবেন, এমন ভ্রান্ত ধারণা মনে পুষে না রাখাই ভালো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ