Advertisement
Advertisement
dental health

দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসার! মেনে চলুন ওরাল হাইজিন

জেনে নিন বিশেষজ্ঞের মত।

Follow these basic oral hygiene tips to protect your dental health
Published by: Buddhadeb Halder
  • Posted:August 1, 2025 8:02 pm
  • Updated:August 1, 2025 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দাঁত থাকতে দাঁতের মর্ম’ বোঝেন না অনেকেই। আমাদের অন্যান্য অঙ্গের মতো দাঁতেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ সবচেয়ে হেলাফেলা করি এই দাঁতকেই। খাওয়া-দাওয়া থেকে শুরু করে কথা বলা, এমনকী আমাদের বিভিন্ন আবেগের প্রকাশও নির্ভর করে মৌখিক স্বাস্থ্যবিধির উপর। তাই, সময় থাকতে দাঁতের মর্ম না বুঝলেই গেরো। আমাদের সার্বিক সুস্থ্য থাকার চাবিকাঠি লুকিয়ে রয়েছে এই দাঁতেই।

Advertisement

আজকাল ওরাল হেলথের সমস্যায় ভোগার প্রবণতা দিন দিন বেড়েছে। মাড়ির রোগ, দাঁতের ক্ষয় থেকে শুরু করে মুখের ক্যানসারেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাছাড়া শরীরের এমন বেশ কিছু জটিল রোগ রয়েছে যার প্রভাব সরাসরি দাঁত ও মাড়ির উপর পড়ে।

Follow these basic oral hygiene tips to protect your dental health

আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খাই। যার কিছু কণা প্রায়শই আমাদের দাঁতের ফাঁকে আটকা পড়ে। মুখের ভেতরের লালায় থাকা প্রোটিন ও ব্যাকটেরিয়ার সাথে এই খাবারের কণা মিশে ডেন্টাল প্লাক তৈরি করে। সময়মতো এই প্লাক পরিষ্কার না করলে তা শক্ত হয়ে টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়। এর ফলে মাড়ি ও দাঁতের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন মাড়ি থেকে রক্ত পড়া, মাড়িতে প্রদাহ, দাঁতের ক্ষয় কিংবা দাঁত পড়ে যাওয়া। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মেনে চলতে হবে প্রাথমিক কিছু নিয়ম।

বেসিক ওরাল হাইজিন কীভাবে রক্ষা করবেন?
(১) সুস্থ ওরাল হাইজিনের জন্য দিনে দুবার ব্রাশ করা অত্যন্ত জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করুন। এতে মুখের মধ্যে সারারাত জমে থাকা ব্যাকটেরিয়া প্লাক তৈরি করতে পারে না। এরপর ঘুম থেকে উঠে সকালের টিফিনের পর ব্রাশ করুন। এতে সারাদিন মুখ পরিষ্কার থাকে।

Follow these basic oral hygiene tips to protect your dental health

(২) ব্রাশ করার পাশাপাশি ফ্লসিংও খুব গুরুত্বপূর্ণ। ব্রাশ দিয়ে দাঁতের যে অংশে পৌঁছানো যায় না, ফ্লসিং সেই জায়গাগুলো পরিষ্কার করে। প্রতিদিন রাতে ব্রাশ করার পর ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার এবং প্লাক পুরোপুরি পরিষ্কার হয়।

(৩) প্রতিদিন একবার গরম নুন জল দিয়ে কুলি করলে মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে যায়। এটি মাড়ির প্রদাহ কমাতেও সাহায্য করে। তাছাড়া নুন জলের কুলকুচিতে মুখের ভেতরের স্বাস্থ্য ভালো থাকে।

Follow these basic oral hygiene tips to protect your dental health

মনে রাখবেন, সার্বিক সুস্থতার জন্য দাঁত ও মুখের সঠিক যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত দাঁতের যত্ন না নিলে এটি হৃদরোগ বা ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাই, বেসিক ওরাল হাইজিন মেনে চললে শুধু মুখের স্বাস্থ্য নয়, বরং সুস্থ জীবনযাপন করতে পারবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ