সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির পোষ্য সারমেয় হোক বা পথকুকুর, আঁচড়-কামড়ে জলাতঙ্কের ভয় পান সকলেই। কিন্তু কোনওভাবে কুকুরের আক্রমণে রক্তপাত হলে সঙ্গে সঙ্গে সাধারণ কয়েকটি কাজ করতে পারলে এই আতঙ্ক কমে যায় অনেকটাই। তবে সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ভয় না পাওয়াটাই প্রথম ও প্রধান শর্ত। চলুন আজ জেনে নেওয়া যাক, কী করতে হবে।
১. প্রথমেই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করতে হবে। কল থেকে সরাসরি ক্ষতের উপর জল ঢালুন। অ্যান্টিসেপ্টিক দিন। চুন-হলুদ দিতে পারেন। ক্ষতস্থান ঠিক পদ্ধতিতে পরিষ্কার করা হলে জলাতঙ্কের সম্ভাবনা কমে যায় ৯০ শতাংশ।
২. যদি ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তপাত হতে থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা বেঁধে রাখুন। ভুলেও শক্ত করে বাঁধবেন না।
৩. সামান্য কামড়েও জলাতঙ্ক হতে পারে। তাই প্রাথমিক চিকিৎসার পরই ডাক্তারের কাছে যান। চিকিৎসককে সারমেয়টির যাবতীয় তথ্য দিন।
৪. নিয়ম নেমে ভ্যাকসিন বাধ্যতামূলক।
৫. যে কুকুরটি কামড় বা আঁচড় দিয়েছে, সেটিকে নজরে রাখুন পরবর্তী ১০ দিন। একইভাবে নিজের জ্বর বা অন্য কোনও শারীরিক সমস্যা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানান।
একনজরে দেখে নিন জলাতঙ্কের উপসর্গগুলো
১. জ্বর ও দূর্বলতা
২. হাতে-পায়ে ঝিঁঝিঁ, চুলকানি
৩. অকারণে উত্তেজিত হয়ে পড়া, দুশ্চিন্তা
৪.জল খেতে ভয়
৫.পেশিতে টান
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.