সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, বিপদ কখনও একা আসে না। সাম্প্রতিক কালে কথাটা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। একে কোভিড সংক্রমণে রক্ষে নেই এবার তার দোসর হল কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে এই সংক্রমণ। ত্বক থেকে সংক্রমণ ছড়াতে পারে মস্তিস্ক, ফুসফুসে। ইতিমধ্যে এই পরিস্থিতি মোকাবিলা করলে একগুচ্ছ নির্দেশিকা জারি করল আইসিএমআর (ICMR)।
ঠিক কী এই মিউকরমাইসিসিস?
জানা যাচ্ছে কালো ছত্রাক নামে পরিচিত এই ছত্রাকটি বাসা বাঁধছে করোনা রোগীদের ফুসফুসে। এর আগেও অবশ্য বহু রোগীর প্রাণ কেড়েছে এই ছত্রাক। ফুসফুস প্রতিস্থাপন কিংবা আইসিইউয়ে থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। এই রোগে আক্রান্ত হলে রোগীরা কী করবেন, আর কী করবেন না তা নিয়ে রবিবারই একটি অ্যাভাসরি জারি করেছে ICMR।
মিউকরমাইসিসিস-এর লক্ষণ কী?
Evidence based Advisory in the time of -19 (, & )
— ICMR (@ICMRDELHI)
চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। কারণ, কালো ছত্রাক এই ধরণের রোগীদের উপর মারণ থাবা বসাচ্ছে। বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের সতর্ক থাকতে হবে। এই ধরণের রোগীরা কখন আক্রান্ত হওয়ার আশঙ্কা করবেন? এ প্রসঙ্গে আইসিএমআর জানিয়েছে,
আক্রান্ত হলে কী করবেন?
কী সতর্কতা অবলম্বন করবেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.