সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্বকের ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৪৪ বছর বয়সী ক্লার্ক নিজেই বুধবার ইনস্টাগ্রামে একথা জানান। সঙ্গে পোস্ট করেন নিজের একটি ছবি। ক্লার্ক লিখেছেন, “ত্বকের ক্যান্সার গুরুতর এক সমস্যা! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ নাক থেকে ত্বকের ক্যানসারের একটা সমস্যা কমানো হল।” তাঁর পোস্ট থেকে জানা গেছে সম্প্রতি ত্বকের ক্যানসার অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন তিনি। ভক্তদের সাবধান করে দিয়ে তিনি লিখেছেন, “সকলের সচেতন থাকা উচিত। প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে রোগ ধরা পড়ায় আমি আমার চিকিৎসকের কাছে কৃতজ্ঞ।”
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬ সালে ক্লার্ক প্রথম ক্যানসারে আক্রান্ত হন। ২০১৯ সালে তিনি আবারও তিনটি নন-মেলানোমায় আক্রান্ত হন। বিভিন্ন সময় তাঁকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ক্যানসার নিয়ে সচেতন থাকার পরামর্শ দিতে দেখা গেছে।
ত্বকের ক্যানসার কী?
ত্বকের টিস্যুতে অস্বাভাবিক কোষের বৃদ্ধি ঘটলে ক্যানসার দেখা দেয়। চিকিৎসকদের মতে, ত্বকের কোষগুলি বৃদ্ধ হলে এগুলি প্রতিস্থাপনের জন্য নতুন কোষের প্রয়োজন হয়। কিন্তু এটি না ঘটে যদি কোষগুলি দ্রুত বৃদ্ধি পেতে থাকে তাহলে ক্যানসারের ঝুঁকি দেখা দিতে পারে। প্রাথমিক পর্যায়ে ত্বকের ক্যানসার ধরা পড়লে তা সঠিক চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
কোন উপসর্গ দেখে সাবধান হবেন?
(১) ত্বকের উপর মোমের মতো সাদা রঙের কোনও মাংসপিণ্ড হঠাৎ দেখা দিলে। সময়ের সঙ্গে সঙ্গে যদি তা বড় হতে থাকে তাহলে আগেভাগে সাবধান হোন।
(২) ত্বকে বাদামি, কালো বা অন্য রঙের কোনও দাগ দেখা দিতে পারে।
(৩) ত্বকে কোনও অংশে দাগ দেখা গেলে এবং ক্রমাগত যদি সেই জায়গায় চুলকানি বা রক্তপাত হতে দেখা দেয় তাহলে সাবধান হওয়া প্রয়োজন।
(৪) সারা গায়ে আঁচিলের মতো মাংসপিণ্ড দেখা দিলে আগেভাগে সতর্ক হোন।
কারণ কী?
(১) কোনও রাসায়নিক পদার্থের সঙ্গে ত্বকের ঘন ঘন সংস্পর্শ।
(২) পরিবারে কারওর এই রোগ থেকে থাকলে পরবর্তীতে অন্যদের হওয়ার সম্ভাবনা থাকে।
(৩) দীর্ঘ সময় ধরে রোদে থাকলে বা রোদে পুড়ে ফোসকা হয়ে তা না সারলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।
(৪) ট্যানিং বেড ও ট্যানিং ল্যাম্প থেকে কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত ডিএনএ-এর কারণে অস্বাভাবিক কোষ বৃদ্ধি ঘটে। এর ফলে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
আগেভাগে সাবধান হোন
(১) সূর্যের তীব্র রোদ এড়িয়ে চলুন।
(২) শুধু গ্রীষ্মকাল নয়, বর্ষা ও শীতেও সানস্ক্রিন মেখে বাড়ির বাইরে বেরোন।
(৩) বাজার চলতি বিভিন্ন ক্রিম ও মাথার চুল রং করার প্যাকেটগুলির উপাদান ভালো করে যাচাই করে নিয়ে তারপর সেগুলি ব্যবহার করুন। এসব থেকেও ক্যানসারের আশঙ্কা থাকে।
(৪) ত্বকে হঠাৎ করে কোনও দাগ বা মাংসপিণ্ড দেখা দিলে অবহেলা না করে সত্বর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.