Advertisement
Advertisement
MPox

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ‘এমপক্স’, নয়া আতঙ্কে কপালে ভাঁজ চিকিৎসকদের!

ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' সতর্ক করে দিয়েছে।

'MPox' strain is spreading in US around the world, doctors are worried about a new scare
Published by: Buddhadeb Halder
  • Posted:October 18, 2025 7:28 pm
  • Updated:October 18, 2025 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিশ্বজুড়ে এক নয়া আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে। নতুন এই আতঙ্কের নাম ‘এমপক্স’। পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে এমপক্স ছড়িয়েছিল আগেই। মাঙ্কিপক্সের নতুন এক সংস্করণ ‘ক্লেড ১’ বর্তমানে ছড়িয়ে পড়েছে আমেরিকার নানা দেশে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত হয়েছেন অনেকেই। ইতিমধ্যে অনেক দেশেই এমপক্সের আতঙ্ক ছড়াচ্ছে বলে সূত্রের খবর। উল্লেখ্য যে, গত বছর ভারতের নানা জায়গায় মাঙ্কিপক্সের রোগীর খোঁজ পাওয়া গিয়েছিল। ভাইরাসঘটিত এই ভয়াবহ রোগটি কেরলে ছড়িয়ে পড়েছিল দ্রুত। তাই নতুন করে রোগটি আবারও দেখা দেওয়ায় ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে।

Advertisement

'MPox' strain is spreading in US around the world, doctors are worried about a new scare

ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ সতর্ক করে দিয়েছে। এর আগেও একবার ২০২২ সালে সতর্কতা জারি করেছিল এই সংস্থা। এক সময় শুধুমাত্র মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল। বর্তমানে তা অন্যান্য দেশেও ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছে।

এমপক্স একটি পশুবাহিত ভাইরাস। পশুর দেহ থেকে মানুষের শরীরের এই রোগের ভাইরাস সংক্রমিত হয়। এই রোগের উপসর্গ কিছুটা চিকেন পক্সের মতো হলেও এক্ষেত্রে বাড়তি কিছু লক্ষণ দেখা যায়। এমপক্সে আক্রান্ত হলে শরীরে রক্ত সঞ্চালনে বাধা তৈরি হয়। গোটা শরীরে পেশিতে তীব্র যন্ত্রণা দেখা দেয়। শরীরের গ্রন্থগুলিও ফুলে ওঠে।

'MPox' strain is spreading in US around the world, doctors are worried about a new scare

এমপক্স খুবই সংক্রামক। সংক্রমিত ব্যক্তির দেহরস, থুতু-লালা কিংবা হাঁচি-কাশি থেকে দ্রুত এই রোগ ছড়ায়। ক্ষতস্থান এমনকী চোখের মাধ্যমেও এই রোগের ভাইরাস সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে। এখানেই শেষ নয়। আক্রান্ত ব্যক্তির পোশাক-পরিচ্ছদ থেকেও ছড়াতে পারে সংক্রমণ।

মাঙ্কিপক্সের প্রতিরোধী কোনও টিকা বা চিকিৎসা এখনও পর্যন্ত নেই। সংক্রমণ রুখতে পক্সের টিকা দিলেও তাতে খুব একটা লাভ হয় না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ