সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তের চারটি প্রধান গ্রুপ রয়েছে। A, B, AB এবং O। প্রতিটি গ্রুপের আবার Rh পজিটিভ(+) বা নেগেটিভ (-) দু’টি ভাগ রয়েছে। এর মধ্যে O নেগেটিভ সর্বজনীন দাতা। আর AB পজিটিভকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। এছাড়াও বিরল বোম্বে ব্লাড গ্রুপের কিছু মানুষও রয়েছেন এ বিশ্বে। তবে, এবার থেকে আরও একটি ব্লাড গ্রুপ যুক্ত হল তালিকায়। ভারতীয় চিকিৎসা ক্ষেত্রে এ এক বিরাট আবিষ্কার। পাওয়া গেল নতুন রক্তের গ্রুপ। এর আগে এই গ্রুপের রক্ত বিশ্বের আর অন্য কোথাও পাওয়া যায়নি।
কর্নাটকের বেঙ্গালুরুতে এক মহিলার শরীরে সম্প্রতি পাওয়া গিয়েছে এই আনকোরা রক্তের গ্রুপ। জানা যাচ্ছে হৃদরোগে অস্ত্রোপচারের জন্য ৩৮ বছর বয়সি ওই মহিলা বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হন। তাঁর অপারেশনের জন্য দরকার পড়ে রক্তের। পরীক্ষা করতে গিয়ে কারও সঙ্গেই ওই গ্রুপের রক্তের মিল খুঁজে পাননি চিকিৎসকরা। এমনকী ওই মহিলার পরিবারের কোনও সদস্যের সঙ্গেও মেলেনি মহিলার ব্লাড গ্রুপ।
দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরও ব্লাড গ্রুপ শনাক্ত করতে না পেরে অবশেষে নমুনাটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক ব্লাড গ্রুপ রেফারেন্স ল্যাবরেটরিতে (IBGRL) পাঠান চিকিৎসকরা। ব্রিস্টল ল্যাবে ১০ মাস ধরে গবেষণা চালান বিজ্ঞানীরা। গবেষণা শেষে নতুন রক্তের গ্রুপ হিসেবে চিহ্নিত করেন নমুনাটিকে। এর নাম দেওয়া হয় ‘ক্রোমার ইন্ডিয়া বেঙ্গালুরু’ (CRIB)।
২০২৫ সালের জুন মাসে ইতালির মিলানে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন কনফারেন্স। এই সম্মেলনে CRIB-কে নতুন ব্লাড গ্রুপের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। জানা যাচ্ছে এই আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে নতুন পথ দেখাবে। সদ্য আবিষ্কার হওয়া এই নতুন গ্রুপটি নিয়ে বেশি কিছু তথ্য জানা যায়নি। বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিরল এই রক্তের গ্রুপটি দাতা নাকি গ্রহীতা তা এখনও স্পষ্ট নয়। তবে আশা করা যাচ্ছে আগামীদিনে এই গবেষণায় সমস্ত তথ্য উঠে আসবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.