সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার ডিসান হসপিটাল পূর্ব ভারতের অন্যতম সেরা ক্রিটিক্যাল কেয়ার সেন্টার। একদিকে যেমন রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবস্থা, অন্যদিকে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। সাধারণ চিকিৎসা থেকে জটিল সার্জারি- সব ধরনের পরিষেবার জন্যই ডিসান একটি ওয়ান-স্টপ সলিউশন। এখানে অ্যাডভান্সড আইসিইউ-তে প্রতিটি বেডে রয়েছে একটি করে ভেন্টিলেটর। এছাড়াও অত্যাধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম, কোল্ড-চেইন মেডিসিন ও ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল। রোগীদের সেরা চিকিৎসার সঠিক ঠিকানা ‘ডিসান’।
কেন বাছবেন ডিসান ক্রিটিক্যাল কেয়ার?
(১) প্রতিটি আইসিইউ বেডের জন্য একটি ভেন্টিলেটর।
(২) রোগী অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্স।
(৩) ২৪x৭ ফুল-টাইম ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ও টেকনিশিয়ানের উপস্থিতি।
(৪) সর্বাধুনিক মনিটরিং ও ইনফেকশন কন্ট্রোল সিস্টেম।
(৫) NABH-নির্দেশিত প্রটোকল-ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা।
২৪x৭ ইমার্জেন্সি ও অ্যাম্বুলেন্স পরিষেবা
হার্ট অ্যাটাক, স্ট্রোক, কোমা, দুর্ঘটনা বা বার্ন-এর মতো গুরুতর জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা প্রয়োজন। ডিসান-এর ২৪x৭ ইমার্জেন্সি টিম সবসময় রোগী ও তার পরিবারের সাহায্যের জন্য তৎপর। কলকাতা এবং জেলার সর্বত্র ডিসানের ৩০০-এর বেশি অ্যাম্বুলেন্সের নেটওয়ার্ক রয়েছে। ফলে মাঝরাতেও যেকোনও জরুরি অবস্থায় রোগীকে দ্রুত হাসপাতালে আনা সম্ভব।
ডেডিকেটেড বার্নস ইউনিট
কলকাতায় শুধুমাত্র ডিসান হসপিটালেই রয়েছে অ্যাডভান্সড বার্নস ইউনিট। এখানে বার্ন রোগীর জন্য আছে বিশেষ আইসিইউ, আইসোলেশন ওয়ার্ড ও জীবাণুমুক্ত ড্রেসিং রুম। লেভেল ১ ট্রমা কেয়ারের প্রতিটি রোগীকে ক্রিটিকাল সাপোর্টের জন্য রয়েছে অভিজ্ঞ চিকিৎসক দল।
ডিসান হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি সুস্থতার আশ্রয়স্থল যেখানে প্রতিটি রোগী সহানুভূতি, যত্ন ও ভালোবাসায় সেরা চিকিৎসা পেয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান।
ওয়েবসাইট:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.