Advertisement
Advertisement
Prescription

জোড়া ইঞ্জেকশনেই এইডস প্রতিরোধ সম্ভব! বিশেষ ড্রাগকে অনুমোদন দিল আমেরিকা

ইঞ্জেকশনটির গণ উৎপাদন শুরু হলে সাধ্যের মধ্যেই তা বাজারে মিলবে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Prescription News: FDA of USA permits a drug for treatment of HIV

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 21, 2025 2:25 pm
  • Updated:June 21, 2025 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি ইঞ্জেকশন নিলেই এইচআইভি বা এইডসের মতো অসুখ প্রতিহত করা যাবে। মারণ অসুখের চিকিৎসায় আশার কথা শোনালেন মার্কিন বিজ্ঞানীরা। ইয়েজটুগো ব্র্যান্ড নামের লেনাক্যাপাভির ড্রাগটি এইডসের ঝুঁকি ১০০ শতাংশ কমিয়ে দেবে বলে দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যেই আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (FDA) এইচআইভি-র চিকিৎসার জন্য ওষুধটিকে অনুমোদন দিয়েছে। শীঘ্রই সেটি আসতে চলেছে বাজারে।

এতদিন এসেছে বা এইচআইভি আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার কোনও পথ ছিল না। এইচআইভি চিকিৎসার ক্ষেত্রে বহু বছরের অগ্রগতির পরও এখনও বছরে ১০ লক্ষেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হন। তবে ইয়েজটুগো রোগীদের পুরোপুরি এইডসমুক্ত করে দেবে, তা বলা যায় না এখনও। ওষুধটি ‘প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস’ বা সংক্রমণকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে। তিন পর্যায়ে মানুষের শরীরে ট্রায়ালের পরে গবেষকরা জানান, এই ওষুধের দু’টি ডোজ নিলেই প্রতিরোধ সম্ভব হবে। এইডস ইয়েজটুগো ব্র্যান্ড নামের লেনাক্যাপাভির ড্রাগটি এডসের ঝুঁকি ১০০ শতাংশ কমিয়ে দেবে বলে দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যেই আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ এইচআইভি-র জন্য আবিষ্কৃত ওষুধটিকে অনুমোদন দিয়েছ।

বলা হচ্ছে, যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের বেশি এবং যাদের যৌন সংসর্গ থেকে এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, এমন কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্করা ইঞ্জেকশনটি নিতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এর দাম হতে পারে প্রায় ২১ লক্ষ টাকা। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অ্যান্ড্রু হিলের মতে, “ওষুধটি গণ উৎপাদনের মাধ্যমে মাত্র ২৫ ডলারে (প্রায় ২ হাজার টাকা) তৈরি করা সম্ভব।” এখন অপেক্ষা, কবে তা বাজারে আসবে এবং জনতার হাতে হাতে পৌঁছবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement