Advertisement
Advertisement
Prescription Plus

চিকিৎসার নয়া দিশারি, ল্যাব বিশেষজ্ঞদের অবদান তুলে ধরতে বিশেষ উদ্যোগ এই সংস্থার

পূর্ব ভারতে মানসম্পন্ন ডায়াগনস্টিকস ও ল্যাবরেটরি উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমকা গ্রহণ করেছে সিএপিপি।

Prescription Plus: CAPP has been key to quality diagnostics and lab excellence
Published by: Buddhadeb Halder
  • Posted:July 18, 2025 7:22 pm
  • Updated:July 18, 2025 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব ভারতের ডায়াগনস্টিকস ও ল্যাবরেটরি মেডিসিনের এক উজ্জ্বল মুখ ক্যালকাটা অ্যাসোসিয়েশন অফ প্র্যাকটিসিং প্যাথলজিস্টস (সিএপিপি)। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বর্তমানে প্যাথলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রির বিশেষজ্ঞদের এক ছাদের তলায় নিয়ে এসেছে।

Advertisement

চিকিৎসাক্ষেত্রে রোগী ও চিকিৎসক উভয়কেই ল্যাব স্পেশালিস্টদের উপর নির্ভর করে থাকতে হয়। প্যাথলজিস্টরা টিস্যু ও ফ্লুইড বিশ্লেষণ করে রোগ শনাক্ত করেন। মাইক্রোবায়োলজিস্টরা সংক্রামক রোগের কারণ নির্ণয় করেন। বায়োকেমিস্টরা শরীরের রাসায়নিক বিশ্লেষণ করে সঠিক চিকিৎসার পথ বাতলে দেন। এঁদের সকলকে এক জায়গায় এনে পূর্ব ভারতে চিকিৎসা পরিষেবায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে সিএপিপি। 

CAPP has played a significant role in achieving quality diagnostics and laboratory excellence in Eastern India.

ল্যাবরেটরি মেডিসিনের অগ্রগতিতে গত কয়েক বছরে সিএপিপি অসংখ্য শিক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- এক্সআই ইন্টারন্যাশনাল সিএমই অন সার্জিক্যাল প্যাথলজি অ্যান্ড সাইটোলজি (২০০৬), ইন্টারনাল অডিট ট্রেনিং প্রোগ্রাম (২০১৫), ইন্টারন্যাশনাল সিএমই অন সফট টিস্যু টিউমারস(২০১৬), জেনিটোরিনারি ম্যালিগন্যানসিস(২০১৮) প্রভৃতি। এছড়াও সম্প্রতি CAPPCON ২০২৪: অটোইমিউনিটি অ্যান্ড ভাস্কুলাইটিস, CAPP CME ২০২৫: হেপাটোবিলিয়ারি ডিসঅর্ডারস সংক্রান্ত গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ও প্রশিক্ষণ কর্মসূচিও তারা আয়োজন করেছে।

CAPP has played a significant role in achieving quality diagnostics and laboratory excellence in Eastern India.

ডাঃ সুভ্রা ধর (সভাপতি, সিএপিপি), ডাঃ ভাস্কর নারায়ণ চৌধুরী (সম্মানিত সম্পাদক, সিএপিপি), ডাঃ ভাস্কর ভট্টাচার্য এবং ডাঃ জ্যোতি আর. চৌধুরী সকলেই চিকিৎসা পরিষেবায় ল্যাব স্পেশালিস্টদের গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে সহমত প্রকাশ করেন।

ক্লিনিক্যাল ল্যাবরেটরিগুলো বর্তমানে হাসপাতালের অবিচ্ছেদ্য অংশ। রোগীর সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা সহায়তা তাদের মূল লক্ষ্য। জনকল্যাণে ল্যাবরেটরি বিশেষজ্ঞদের এই নীরব অবদানকে পর্দার আড়াল থেকে সকলের সামনে তুলে ধরতে সিএপিপি প্রতিশ্রুতিবদ্ধ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ