Advertisement
Advertisement
Prescription Plus

দিনভর আঁটসাঁট অন্তর্বাস পরার অভ্যাস? স্তন ক্যানসার ডেকে আনছেন না তো!

জেনে নিন বিশেষজ্ঞের মত।

Prescription Plus: Do Tight Bras Raise Breast Cancer Risk?
Published by: Buddhadeb Halder
  • Posted:August 16, 2025 4:31 pm
  • Updated:August 17, 2025 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে বেরোলে অন্তর্বাস পরতেই হয়। কিন্তু সারাদিনের ঘোরাঘুরিতে যখন শরীরে চেপে বসে আন্ডারওয়্যার ব্রা তখন শরীরের সেই অংশে টক্সিন আটকে যায় বলে কেউ কেউ মনে করেন। অনেকেই বলেন, আঁটসাঁট ব্রা কিংবা ভুল সাইজের ব্রা পরলে নাকি স্তন ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ে। সত্যিই কি এমনটা ঘটতে পারে? চিকিৎসকদের মতে, কোনও ধরনের পোশাকই আমাদের ক্যানসারে আক্রান্ত করতে পারে না। এর সঙ্গে অন্তর্বাসের কোনও সম্পর্ক নেই।Does wearing a tight bra increase the risk of breast cancer একটা ভ্রান্ত ধারণা আসলে বহু কাল ধরেই চলে আসছে। অবশ্য এর সূত্রপাত একটি বই থেকে। ১৯৯৫ তে প্রকাশিত ‘ড্রেসড টু কিল’ বইটিতে লেখা হয়, আন্ডারওয়্যার ব্রা স্তনের লিম্ফ্যাটিক ফ্লো-কে বাধা দেয়। আর তার ফলেই দেখা দেয় স্তন ক্যানসার। কিন্তু এ ছিল লেখকের নিছক আশঙ্কা। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাননি চিকিৎসকেরা। আর সময়ের সঙ্গে সঙ্গে এই ভুল তথ্যটিই মুখে মুখে সত্য বলে রটে যায়।

Advertisement

২০১৪ সালে ওয়াশিংটনের ফ্রেড হাচিনসন ক্যান্সার সেন্টারে এ নিয়ে গবেষণা চালানো হয়। ১৫০০ মহিলার উপর পরীক্ষা করে গবেষকরা এই সিদ্ধান্তে আসেন যে ব্রা পরার সঙ্গে কোনও ভাবেই ক্যানসারের সম্পর্ক নেই। ব্রা-এর আকার, ধরন, পরার সময়, কোনও কিছুই এর সঙ্গে সম্পর্কিত নয়।

বরং ব্রা যদি টাইট বা ভুল মাপের হয় সেক্ষেত্রে অন্য সমস্যা দেখা দিতে পারে। ব্রা চাপা হলে স্তনে রক্ত চলাচল সমস্যা তৈরি হয়। ফলে, স্তনে ব্যথা হতে পারে। এছাড়া ভারী স্তন হলে পিঠ ও কোমরে ব্যথা দেখা দিতে পারে। এর বাইরে অন্য কোনও রোগের ঝুঁকি থাকে না।

Does wearing a tight bra increase the risk of breast cancer

তাই কোনও ভুল ধারণার মধ্যে না গিয়ে স্তন ক্যানসারের প্রকৃত কারণগুলি জেনে রাখা একান্ত প্রয়োজন। চিকিৎসকরা এই রোগের প্রকৃত কারণ জানিয়েছেন।

১. পরিবারে যদি কারও স্তন ক্যানসারের ইতিহাস থাকে তাহলে ঝুঁকি বাড়ে।
২. BRCA1 এবং BRCA2 জিনের মিউটেশন এর জন্য দায়ী হতে পারে।
৩. যে নারীদের অল্প বয়সে পিরিয়ড শুরু হয় বা দেরিতে মেনোপজ হয়, তাদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
৪. অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, ব্যায়াম না করা এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (HRT) স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।

কাজেই, ভয় পাওয়ার কোনও কারণ নেই। গুজবে কান দেবেন না। ব্রা যদি আরামদায়ক হয়, তাহলে তো কথাই নেই। আর যদি টাইট হয় সেক্ষেত্রে অস্বস্তি হতে পারে। তবে সেটি বদলে নিলেই কেল্লাফতে। এর জন্য ভয় পাওয়ারও কিছু নেই!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ