Advertisement
Advertisement
Prescription Plus

হাঁটুর ব্যথায় জীবন জেরবার? মুক্তি পান সহজেই, উপায় বাতলালেন বিশেষজ্ঞরা

জেনে নিয়ে আগেভাগেই সতর্ক হোন।

Prescription Plus: Experts tell you how to get rid of knee pain
Published by: Buddhadeb Halder
  • Posted:August 4, 2025 5:31 pm
  • Updated:August 25, 2025 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা নির্দিষ্ট বয়েসের পর বেশিরভাগ মানুষই হাঁটুর সমস্যায় ভুগতে শুরু করেন। দিন দিন এই রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এমনকী বয়েস ৩৫-এর কোঠা পেরোবার আগেই শরীরে দানা বাঁধছে এই রোগ। বিশেষ করে মহিলাদের মধ্যেই এই অসুখ বেশি করে দেখা দিচ্ছে। অবহেলা করলে পরিস্থিতি কিন্তু জটিল দিকে মোড় নিতে পারে! তাই আগেভাগেই সতর্ক হোন। ক্রনিক নি পেইন থেকে মুক্তি পেতে কী করবেন? জেনে নিন বিশেষজ্ঞের মত।

Advertisement

Experts tell you how to get rid of knee pain

হাঁটুর ব্যথায় ভুগতে থাকা বেশির ভাগ মানুষ নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, প্রথম দিকে এমনিতে হাঁটুর কোনও ব্যথা দেখা যায় না। কিন্তু কোনও জায়গায় কিছুক্ষণ বসে থাকার পর ওঠার সময় হাঁটুতে ব্যথা শুরু হয়। এটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে হাঁটুর সমস্যার পূর্ব লক্ষণ। এই অবস্থাকে বেশির ভাগ মানুষই তেমন একটা পাত্তা দেন না। মনে করে, বয়সজনিত কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। পরে সব ঠিক হয়ে যাবে। এই মনোভাব কিন্তু ভীষণ ক্ষতিকর। এছাড়াও অনেকেই বলে থাকেন, রাস্তায় হাঁটতে চলতে অসুবিধা হয় না। অথচ সিঁড়িতে উঠতে নামতে গেলেই শুরু হয় ব্যথা। এর কারণ কী? কেনই বা এমন হয়?

(১) যখন আমরা দীর্ঘক্ষণ বসে থাকি, তখন হাঁটুর জোড়ের ভেতরের তরল পদার্থ (Synovial Fluid) ঠিকমতো চলাচল করতে পারে না। ফলে হাঁটু কিছুটা শক্ত গিয়ে ব্যথা শুরু হতে পারে।
(২) হাঁটুর ভেতরে থাকা কার্টিলেজ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যেতে থাকে। বসে থাকলে এর ওপর চাপ পড়ে, ফলে ওঠার সময় ব্যথা লাগে।
(৩) হাঁটুকে সাপোর্ট দেওয়া পেশিগুলো যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে কিছুক্ষণ বসে থাকার পর উঠতে গেলে হাঁটুর ওপর বেশি চাপ পড়ে।
(৪) অনেক সময় হাঁটুর বাটি (Patella) ঠিকমতো তার জায়গায় থাকে না। দীর্ঘক্ষণ বসে থেকে ওঠার সময়, কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় এটি ঘষা খায়। ফলে ব্যথা শুরু হয়। এমনকী হাঁটুর আশপাশের টেন্ডনগুলোতে প্রদাহ হলে, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় ব্যথা হতে পারে। প্রথম দিকে এই ব্যথা কম থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে।

Experts tell you how to get rid of knee painএর সমাধান কী?
প্রাথমিক পর্যায়ে সাঁতার, সাইক্লিং বা হাঁটাহাঁটির মতো হালকা ব্যায়াম কাজ দেয়। একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে কিছু নির্দিষ্ট ব্যায়াম করলে সুফল পাবেন। তবে ডাক্তারি পরামর্শ ছাড়া নিজের ইচ্ছামতো কোনও ওষুধ ভুলেও খাবেন না। হাঁটুর সঠিক পরীক্ষা করে তবেই একজন ডাক্তার চিকিৎসা শুরু করেন। তাই, হাঁটুর সমস্যা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ