Advertisement
Advertisement

Breaking News

Prescription Plus

সৌরঝড়ের প্রভাবে ওঠানামা করে রক্তচাপ! ঝুঁকি বেশি মহিলাদের, জানাচ্ছে নয়া সমীক্ষা

গত ৫-৬ বছরের গবেষণালব্ধ পর্যবেক্ষণ প্রকাশিত হয়েছে এক জার্নালে।

Prescription Plus: Sun explosions may secretly spike human blood pressure

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 17, 2025 5:26 pm
  • Updated:August 19, 2025 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যের অভ্যন্তরে সদাসর্বদাই প্রবল তাণ্ডব চলছে। সৌরঝড় তার নিত্যসঙ্গী। বেশিরভাগ সময়ে সৌরশরীরেই সীমাবদ্ধ থাকে সেই ঝড়ের দাপট। কখনও সখনও তার প্রাবল্য বেড়ে গেলে সেই প্রভাব পড়ে সৌরমণ্ডলেও। পাওয়ার গ্রিড, মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। এতদিন এসব জানাই ছিল। এবার চিনের গবেষকদল নয়া সমীক্ষা প্রকাশ্যে এনে চাঞ্চল্যকর দাবি করলেন। সৌরঝড়ের প্রভাব শুধু পৃথিবীতে নয়, পড়ে মানবশরীরেও। এর জেরে ওঠানামা করে রক্তচাপ। আর এক্ষেত্রে পুরুষদের চেয়ে মহিলাদের ঝুঁকি বেশি। নয়া গবেষণার এই তথ্য নিঃসন্দেহে কপালে ভাঁজ ফেলার মতোই।

Advertisement

চিনের কিংডাও ও ওয়েইহাই শহরের প্রায় ৫ লক্ষ মানুষের স্বাস্থ্যপরীক্ষা করেছেন গবেষকরা। প্রায় ৬ বছর ধরে সেসব তথ্য সংগ্রহ করে গবেষণা চলেছে। তাতেই রক্তচাপ হ্রাস-বৃদ্ধির চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ‘কমিউনিকেশনস মেডিসিন’ জার্নালে তাঁদের গবেষণাকাজ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সৌরঝড়ের প্রভাব পড়ে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে। যার জেরে খুব সূক্ষ্মভাবে হলেও পৃথিবীর ঘূর্ণন প্রভাবিত হয়। মানবশরীরে রক্তচাপের সঙ্গে তা সম্পর্কিত বলে দাবি গবেষকদের। তাঁদের মতে, মানবশরীরে রক্তচাপ এবং ভূ-চৌম্বকীয় কার্যকলাপ একইভাবে প্রভাবিত হয়। তিনমাস, ছ’মাসে নিয়মিত এনিয়ে তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ভূ-চৌম্বকীয় সমস্ত বল (শক্তি) এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক যেভাবে বায়ুচাপ এবং তাপমাত্রাও রক্তচাপ ওঠানামার জন্য দায়ী।

নয়া গবেষণায় এও জানানো হয়েছে, সমতলের তুলনায় উচ্চ অক্ষরেখার অঞ্চলে সৌরঝড়ের প্রভাব বেশি পড়ে। বায়ুমণ্ডলের কাছাকাছি থাকায় সেখানকার আবহাওয়া বদলের নেপথ্যেও কাজ করে সূর্য শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসা সৌরশিখা। ফলত মানবশরীরেও তার পরোক্ষ প্রভাব থাকে। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভৌগলিক অবস্থান ও হাওয়া বদলের সঙ্গে সঙ্গে যেমন মানুষের শরীরের নানা পরিবর্তন দেখা দেয়, ঠিক তেমনই ভু-চৌম্বকীয় ক্ষেত্র বদলেও একই ঘটনা ঘটে থাকে। আর এক্ষেত্রে মহিলারা বেশি ঝুঁকিতে রয়েছেন বলে গবেষকদের দাবি। প্রতিবেদনে উল্লেখ, সৌরমণ্ডলের বিভিন্ন স্বাভাবিক ঘটনা মানবশরীরকে নানাভাবে প্রভাবিত করছে। তাই স্বাস্থ্যবিশেষজ্ঞদের উচিত, আবহাওয়া ও পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলকেও চিকিৎসাক্ষেত্রের আওতায় আনা। তবে বিষয়টি নিয়ে আরও বিশদে গবেষণার পরই নিশ্চিতভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব বলে মনে করছে বিজ্ঞানীদের একাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ