Advertisement
Advertisement
Prescription Plus

MRI মেশিনে শরীর ঢোকাতেই মৃত্যু! সিটি স্ক্যান, এক্স-রে পরীক্ষার সময় অবশ্যই মেনে চলুন এই নিয়ম

এই নিয়ম মেনে না চললে ঘটতে পারে বড়সড় বিপদ।

Prescription Plus: Must-follow tips before ultrasound, X-ray, MRI & CT scan
Published by: Buddhadeb Halder
  • Posted:July 26, 2025 5:10 pm
  • Updated:July 29, 2025 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরের মধ্যে রোগ ধরা পড়লে ডাক্তারের পরামর্শে নানা পরীক্ষা-নিরীক্ষা করতেই হয়। সঠিক রোগ নির্ণয়ের জন্য টেস্ট করানো জরুরি। কিন্তু কোনও টেস্ট করার আগে জেনে নেওয়া প্রয়োজন তার রীতি-নীতি। এমনকী ল্যাবে প্রবেশ করার আগে জানতে হবে কোন সতর্কতাগুলো মেনে চলা প্রয়োজন। নাহলেই ঘটতে পারে বড়সড় বিপদ।

Advertisement

সম্প্রতি এক চমকে দেওয়া খবর শিরোনামে এসেছে। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ওয়েস্টবারিতে। এক ব্যক্তি অনুমতি ছাড়াই প্রবেশ করেছিলেন এমআরআই রুমে। সেই সময় তাঁর গলায় ছিল ৯ কেজি ওজনের তালাযুক্ত ধাতব চেন। আর ঠিক তাতেই ঘটে বিপদ। এমআরআই মেশিনের শক্তিশালী চৌম্বকীয় শক্তি তাঁকে টেনে নেয়। ফলে মৃত্যু ঘটে ব্যক্তিটির।

আল্ট্রাসাউন্ড, এক্স-রে, এমআরআই ও সিটি স্ক্যান করার আগে মেনে চলুন এই নিয়মগুলি।

Follow these health tips before getting an ultrasound, X-ray, MRI, and CT scan

আল্ট্রাসাউন্ড করানোর আগে মাথায় রাখুন
তলপেটের আল্ট্রাসাউন্ড করাতে হলে ৬-৮ ঘণ্টা খালি পেটে থাকতে হবে। রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তারই ঠিক করে দেবেন কতক্ষণ কাকে খালিপেটে থাকতে হবে। আবার প্রেগন্যান্সির সময় প্রচুর জল খেতে বলেন ডাক্তার। এসব ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করানোর সময় ফুল ব্লাডার দরকার হয়। যেখানে পরীক্ষা করা হচ্ছে সেখানে কোনও পাউডার, ক্রিম বা লোশন লাগাবেন না। অন্যথায় তরঙ্গে প্রভাব পরে ভুল রিপোর্ট আসবে।

Follow these health tips before getting an ultrasound, X-ray, MRI, and CT scan

এক্স-রে করানোর আগে কী করবেন
সমস্ত ধাতব জিনিস এক্স-রে করানোর আগে খুলে রাখুন। কোনও গয়না পরে থাকবেন না। এমনকী এক্স-রে করার স্থানে কাপড়ও রাখা চলবে না। গর্ভাবস্থায় এক্স-রে করালে বিকরণের প্রভাবে ভ্রূণের ক্ষতি হতে পারে।

Follow these health tips before getting an ultrasound, X-ray, MRI, and CT scan

এমআরআই করাতে যা করণীয়
শক্তিশালী চুম্বক ও রেডিও তরঙ্গ ব্যবহার করে এমআরআই ছবি তোলা হয়। তাই, এমআরআই করাতে যাওয়ার আগে সমস্ত ধাতব পদার্থ শরীর থেকে খুলে রাখুন। শরীরের মধ্যে পেসমেকার, কক্লিয়ার ইমপ্লান্ট কিংবা কোনও ধাতব ইমপ্লান্ট থাকলে তা আগেভাগে টেকনিশিয়ানকে জানান। এছাড়া আপনার যদি ক্লাস্ট্রোফোবিয়া থাকে তাহলে বিষয়টি আপনার ডাক্তারকে জানান। প্রয়োজনে টেকনিশিয়ানকেও জানিয়ে রাখুন। এক্ষেত্রে সিডেশন বা ওপেন এমআরআই বিকল্প হিসেবে বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

Follow these health tips before getting an ultrasound, X-ray, MRI, and CT scan

সিটি স্ক্যান করাতে এই নিয়ম মেনে চলুন
স্ট্যান্ডার্ড এক্স-রে-এর চেয়ে সিটি স্ক্যানে বেশি রেডিয়েশন ডোজ ব্যবহার করা হয়। সিটি স্ক্যান করার আগে প্রচুর পরিমানে জল খাওয়া দরকার। কারণ সিটি স্ক্যান করানোর জন্য কনট্রাস্ট ডাই ব্যবহার করা হয়। কনট্রাস্ট ডাইতে অ্যালার্জি দেখা গেলে তৎক্ষণাৎ ডাক্তারকে জানান। সিটি স্ক্যানের পর প্রস্রাব করলে কনট্রাস্ট ডাই শরীর থেকে বেরিয়ে যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ