অভিরূপ দাস: স্বাস্থ্য পরিষেবায় আরও একধাপ এগিয়ে বাংলা। এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে ‘বোন ব্যাঙ্ক’। সরকারি পরিকাঠামোয় হাড়ের জন্য এমন ব্যাঙ্ক পূর্ব ভারতের মধ্যে বাংলাতেই প্রথম। শুক্রবার এই ‘বোন ব্যাঙ্ক’ বা হাড়ের ব্যাঙ্কের আনুষ্ঠানিক ঘোষণা করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। দপ্তরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। সেই নির্দেশিকায় বলা হয়েছে, এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে বোন ব্যাঙ্ক গড়ে তোলা হবে। তার নীতিগত অনুমোদন দেওয়া সম্পূর্ণ। স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে, পিজি–র অধিকর্তার পাঠানো প্রস্তাব অনুযায়ী হাড়ের ব্যাঙ্ক গড়ে তোলা হবে বর্তমান পরিকাঠামো ও লোকবলকে সম্বল করেই।
কীভাবে কাজ করবে এই ‘বোন ব্যাঙ্ক’? স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, হাড়ের ব্যাঙ্ক চালু হলে রাজ্যের চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে যাবে। বিভিন্ন দুর্ঘটনায় হাত-পা ও শরীরের হাড় ভেঙে যাওয়া রোগী কিংবা ক্যানসার সংক্রমণের কারণে যাঁদের হাড় কেটে বাদ দিতে হয়, তাঁদের জন্য হাড় প্রতিস্থাপন প্রায় জীবনদায়ী ভূমিকা নিতে পারে। বর্তমানে বাংলাতেই বহু রোগীকে এই ধরনের অস্ত্রোপচারের জন্য বাইরের রাজ্য, বিশেষত দক্ষিণ ভারতে কিংবা বেসরকারি সংস্থার উপর নির্ভর করতে হয়।
কলকাতায় ‘বোন ব্যাঙ্ক’ তৈরি হয়ে গেলে এসএসকেএম হাসপাতালেই সংরক্ষিত হাড় ব্যবহার করে রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, হাড় প্রতিস্থাপন শুধু চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দেয় না, অনেক সময় রোগীর স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতেও সহায়তা করে। ফলে বাংলা পূর্ব ভারতের মধ্যে হাড় প্রতিস্থাপনে অগ্রগণ্য বলে বিবেচিত হবে। বাংলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা কটাক্ষ করে থাকে বিরোধীরা। কিন্তু এবার ‘বোন ব্যাঙ্ক’ তৈরি হওয়ায় চিকিৎসা ব্যবস্থা যে আরও খানিকটা এগিয়ে গেল, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.