Advertisement
Advertisement
Tannishtha Chatterjee

কর্কটরোগের শেষ পর্যায়ে বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা, কী এই অলিগোমেটাস্ট্যাটিক ক্যানসার?

ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন অভিনেত্রী।

Prescription Plus: Tannishtha Chatterjee is in 4th stage of Oligometastatic cancer
Published by: Buddhadeb Halder
  • Posted:August 25, 2025 7:44 pm
  • Updated:August 26, 2025 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শ্যাডোস অফ টাইম’, ‘পার্চড’, ‘গুলাব গ্যাং’ ‘বিবর’ প্রভৃতি ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছেন অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় (Tannishtha Chatterjee)। অভিনয়ে মুগ্ধ করে দিয়ে প্রশংসিত হয়েছেন দেশে-বিদেশে। সম্প্রতি এই বাঙালি অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, এক বিশেষ ধরনের ক্যানসারে আক্রান্ত তিনি। কোনও রাখঢাক না রেখেই তন্নিষ্ঠা লিখেছেন, “আট মাস আগে আমার অলিগোমেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়ে।” এখন ক্যানসারের চতুর্থ পর্যায়ে রয়েছেন তিনি।

Advertisement

actress Tannishtha Chatterjee is in the fourth stage of Oligometastatic cancer

তন্নিষ্ঠার বাবাও মারা যান ক্যানসারে। অভিনেত্রী নিজের মুণ্ডিত মস্তকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “বাড়িতে ৭০ বছরের বৃদ্ধা মা এবং ৯ বছরের কন্যা, দুজনেই সম্পূর্ণ ভাবে আমার উপর নির্ভরশীল। কিন্তু এই অন্ধকার সময়ে পরিবার ও বিশেষ বন্ধুর কাছ থেকে যে মেন্টাল সাপোর্ট ও ভালোবাসা আমি পেয়েছি, তা এই দুর্দিনেও আমার মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে তুলেছে। যে বিশ্ব রোবোটিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত, সেখানে মানুষের সত্যিকারের আবেগ ও অনুভূতিই আমাকে বাঁচিয়ে রেখেছে এখনও।” অভিনেত্রী জানিয়েছেন, তিনি অলিগোমেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত। কিন্তু এ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেননি।

কী এই অলিগোমেটাস্ট্যাটিক ক্যান্সার?
অলিগোমেটাস্ট্যাটিক ক্যান্সার হল মেটাস্ট্যাটিক ক্যান্সারের একটি বিশেষ পর্যায়। এক্ষেত্রে ক্যান্সার কোষগুলি রক্তপ্রবাহ বা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। কিন্তু কিছু সীমিত সংখ্যক স্থানেই তা সীমাবদ্ধ থাকে। ‘অলিগো’ শব্দটির অর্থ- অল্প বা কিছু। কাজেই যেহেতু শরীরের অল্প কিছু স্থানে ছড়িয়ে পড়ে, তাই এর উপযুক্ত চিকিৎসায় অনেক ক্ষেত্রেই রোগীর সেরে ওঠা সম্ভব।

অলিগোমেটাস্ট্যাটিক ক্যান্সারের লক্ষণ কী?
(১) শরীরের যেকোনও অংশে ব্যথা হতে পারে। বিশেষ করে হাড়ে কিংবা পিঠের ব্যথায় রোগী কষ্ট পাবেন। এক্ষেত্রে মেরুদণ্ড থেকে ব্যথা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
(২) কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলের সঙ্গে রক্তপাত।
(৩) শরীরের যেকোনও অংশে চাকা চাকা দাগ দেখা দেয়।
(৪) অত্যাধিক হারে ওজন হ্রাস।
(৫) অতিরিক্ত ক্লান্তি বোধ। পেশির দুর্বলতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

চিকিৎসা কী?
চিকিৎসকরা জানাচ্ছেন, অলিগোমেটাস্ট্যাটিক ক্যান্সারের চতুর্থ স্তরে রেডিয়েশন থেরাপি ব্যবহার করা উচিত নয়। কারণ এই থেরাপি শরীরের নির্দিষ্ট অংশকে রক্ষা করে। কিন্তু ওষুধের মাধ্যমে শরীরের অন্যান্য অংশেও একসঙ্গে চিকিৎসা চালানো সম্ভব। এক্ষেত্রে ইমিউনোথেরাপি বেশ কার্যকর। কোষের স্তরে ক্যানসারের ছড়িয়ে পড়া বন্ধ করতে বা গতি ধীর করে দিতে সক্ষম। চতুর্থ স্তরের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক’টি জায়গা আক্রান্ত তা নির্ধারণ করার পরই বলা যাবে এটি আদতে অলিগোমেটাস্ট্যাটিক কিনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ