সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন। আর সেখানেই অঘটন। স্কুবা ডাইভিংয়ের সময় মৃত্যু হয় জুবিন গর্গের। যদিও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের মতে, স্কুবা ডাইভিংয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নইলে হতে পারে বিপদ।
প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ ডাইভিং ইনস্ট্রাক্টর সংস্থার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তার দিকটি খতিয়ে দেখার দায়িত্ব স্কুবা ডাইভিং যিনি করছেন এবং যে করাচ্ছেন দু’পক্ষেরই। বিশেষজ্ঞ শিঞ্জিনি চন্দার মতে, “জুবিন গর্গের কীভাবে মৃত্যু হল, তা আমাদের জানা নেই। তবে নিরাপত্তার দিকটি খুবই গুরুত্বপূর্ণ। কড়া গাইডলাইনও রয়েছে। স্কুবা ডাইভিং যিনি করছেন তাঁর মানসিক জোর এবং শারীরিক সুস্থতা খুবই প্রয়োজনীয়। ধূমপান, মদ্যপানের অভ্যাস রয়েছে কিনা। হৃদযন্ত্র, শ্বাসযন্ত্রের অবস্থা সঠিক রয়েছে কিনা, তা দেখে নেওয়া প্রয়োজন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে স্কুবা ডাইভিংয়ের ক্ষেত্রে বিশেষ ঝুঁকি নেই।”
যাঁরা প্রথমবার স্কুবা ডাইভিং করছেন তাঁদের যেগুলি মাথায় রাখা প্রয়োজন:
* অবশ্যই স্কুবা ডাইভিংয়ের জন্য কোনও সার্টিফায়েড স্কুলের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। যেমন SSI এবং PADI-এর মতো সংস্থার সঙ্গে যোগাযোগ করাই ভালো।
* স্কুবা ডাইভিংয়ের আগে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার হৃদযন্ত্র, ফুসফুস, রক্তচাপ খতিয়ে দেখুন।
* স্কুবা ডাইভিংয়ের আগে প্রশিক্ষণ বাধ্যতামূলক। যেমন- জলের তলায় কোনও সমস্যা হলে কীভাবে বোঝাবেন, জলের তলায় যাওয়ার জন্য যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে যাবেন, সেগুলি ব্যবহারের পদ্ধতি – এগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার কাছে থাকা বাঞ্ছনীয়।
* পুল সেশন কিংবা স্যালো ওয়াটার ডাইভসের মাধ্যমে স্কুবা ডাইভিংয়ের আগে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ না নিয়ে ভুলে স্কুবা ডাইভিং করবেন না।
* শারীরিকভাবে কোনও সমস্যা হলে অতল গভীরে ডুব দেবেন না। আপনার প্রশিক্ষককে সমস্যার কথা জানান।
অতল সমুদ্রের নিচের ছবিটা কেমন? জলজ প্রাণীদের কাছ থেকে দেখার ইচ্ছা থাকে অনেকেরই। আর তাই সুযোগ পেলে স্কুবা ডাইভিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে চান অনেকেই। রোমাঞ্চের নেশায় তাড়াহুড়়ো করবেন না। বরং ভয়ংকর পরিণতি এড়িয়ে চলতে সাবধান হোন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.