Advertisement
Advertisement
Tata Motors

সুরক্ষার শেষ কথা, নিরাপদে ঘুরতে TATA Motors-এর এই গাড়িই প্রেসক্রাইব করলেন চিকিৎসক

চলুন দেখে নেওয়া যাক কী কী অত্যাধুনিক ফিচার রয়েছে এই গাড়িতে।

Tata Motors launches new car 'Tata Curve the Coupe Design', combining the best features of coupe and SUV
Published by: Buddhadeb Halder
  • Posted:June 30, 2025 8:57 pm
  • Updated:July 1, 2025 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ বিশ্ব চিকিৎসক দিবস। সারা বছর সকলের সুরক্ষার কথা ভেবে চলেন চিকিৎসকরা। কিন্তু তাঁদের সুরক্ষার কথা ভাববে কে? তাই তো TATA Motors নিয়ে এসেছে তাদের নবতম সংযোজন TATA Curvv। অতুলনীয় কমফোর্ট‌, নজরকাড়া ডিজাইন আর অত্যাধুনিক ফিচার তো রয়েছেই, সুরক্ষার ব্যাপারেও এ গাড়ির জুড়ি মেলা ভার।

টাটা মোটরসের ‘ওএসএল ফিউচার’ থেকে সম্প্রতি এই গাড়ি কিনেছেন চিকিৎসক অঞ্জন পান। তিনিও এই নতুন গাড়িকে দিয়েছেন ফুল মার্কস। জানিয়েছেন এর ভ্যালু সম্পর্কে। প্রযুক্তি ও নিরাপত্তার মিশেলে এ গাড়ি যে সেরা, তা স্বীকার করেন তিনি। এই গাড়ির ভিতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সমাহার। ডুয়াল স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট আর প্রিমিয়াম JBL সাউন্ড সিস্টেম। রয়েছে লেভেল-২ ADAS এবং ৬টি এয়ার ব্যাগের মতো অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থাও।

Tata1

এখানেই শেষ নয়, ইলেকট্রনিক পার্কিং ব্রেক যা পাহাড়ি রাস্তায় বা ট্রাফিকে আপনাকে সুরক্ষা দেবে। স্বয়ংক্রিয়ভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা ও নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য রয়েছে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল। সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গাড়িতে রয়েছে ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং। এছাড়াও সারাউন্ড ভিউ ক্যামেরা সিস্টেম সহ TPMS যা যাত্রীর সুনিশ্চিত সুরক্ষা প্রদান করে। তাই, নিরাপদ ভ্রমণের জন্য ডাক্তারবাবু এই গাড়িটিকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সকল গাড়িপ্রেমীদের।

Tata2

১ জুলাই ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে সর্বত্র পালিত হয় ডক্টরস ডে। আর ঠিক তার প্রাক মুহূর্তে আপনার ও আপনার পরিবারের সুরক্ষার জন্য টাটা মোটরসের এমন একটি নতুন মডেলের আবির্ভাব বেশ চমকপ্রদ। শুধু সৌন্দর্যেই নয়, সুরক্ষার দিক থেকেও যে টাটা কার্ভ অদম্য, তা বলাইবাহুল্য। গাড়ির মসৃণ ছাদ ও শক্তিশালী এসইউভি-র উপস্থিতি মিলেমিশে এক নতুন অত্যাধুনিক মডেলের জন্ম দিয়েছে। টাটা কার্ভ শুধু একটি গাড়ি নয়, এটি আপনার আধুনিক জীবনযাত্রার সুরক্ষার প্রতিচ্ছবি। নিজের স্টাইলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ডা. অঞ্জন পান জানান, “গাড়িটা আমার ড্রিম কার ছিল। ২০২৩ থেকেই একটা নতুন গাড়ি কেনার ইচ্ছে ছিল।  এধরনের ডিজাইন আগে আসেনি। টাটা-র গাড়ির সেফটি ভেলু সবসময়ই ফাইভ স্টার রেটিং। গাড়ি ড্রাইভ করে দারুণ লেগেছে ..তাই সকলকে বলব ওএসএল ফিউচার থেকে এই গাড়িটি কিনুন।” গাড়ির  ডিজাইন, পারফরম্যান্স আর প্রযুক্তি এক বিন্দুতে এসে মিশেছে টাটা মোটরসের সদ্য লঞ্চ হওয়া এই ‘কার্ভ দ্য কুপে ডিজাইন’-এ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ