Advertisement
Advertisement
ORS

পণ্যে আর ‘ORS’ তকমা ব্যবহার করতে পারবে না প্রস্তুতকারকরা, নয়া পদক্ষেপ FSSAI-এর

'হু' দ্বারা অনুমোদিত হলে তবেই ORS শব্দটি কোনও পণ্যে ব্যবহার করা যাবে।

The lebel ORS can only be used on a product if approved by WHO
Published by: Buddhadeb Halder
  • Posted:October 18, 2025 2:21 pm
  • Updated:October 18, 2025 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) সম্প্রতি এক অভিনব পদক্ষেপ নিয়েছে। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি নিজেদের ইচ্ছেমতো আর পণ্যে ব্যবহার করতে পারবে না ‘ORS’ তকমা। এমনটাই জানিয়েছে তারা। যদি কোনও পণ্য ‘হু’ দ্বারা অনুমোদিত হয়, একমাত্র তাহলেই তাতে ORS তকমা ব্যবহার করা যাবে।

Advertisement

এর আগে কেন্দ্রীয় নির্দেশ মেনে ব্র্যান্ড নামের আগে বা পরে ORS শব্দটি ব্যবহার করা হত। ফলে, বিভিন্ন ফলের রসের তৈরি পানীয়, নন-কার্বনেটেড পানীয় বা রেডি টু ড্রিঙ্ক সহ বহু পণ্যেই ORS শব্দটি লেখা থাকত। তবে সেখানেও ছিল একটি শর্ত। সেক্ষেত্রে পণ্যের লেবেলে লেখা থাকত, ‘হু’ এর নির্দেশ অনুযায়ী এই পণ্যটি ORS নয়। কিন্তু ব্র্যান্ড ব্যবহারে কোনও বিধিনিষেধ ছিল না। ২০২২ সালের কেন্দ্রীয় নির্দেশ মেনে এমনটাই চলে এসেছে এতদিন। কিন্তু এখন থেকে এই পুরনো নির্দেশিকা বাতিল হল।

UNICEF-এর মতে, ওরাল রিহাইড্রেশন সলিউশন বা সংক্ষেপে ORS হল জল, লবণ ও চিনির একটি মিশ্রণ। এটি সাধারণত ডায়রিয়া, বমি কিংবা অন্যান্য কিছু নির্দিষ্ট অসুখে ব্যবহৃত হয়। মূলত শরীরে জল ও ইলেক্ট্রোলাইটের (সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি) অভাব পূরণে এটি ব্যবহৃত হয়। ORS গুরুতর ডিহাইড্রেশন প্রতিরোধ করে শরীরকে দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে। এমন একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড ব্যবহারে এতদিনে সচেতনতা দেখানো হল। এমনকী চিকিৎসকের পরামর্শ মেনে তবেই তা খাওয়া উচিৎ বলে সতর্ক করেছে আমেরিকান হেলথ ওয়েবসাইট- হেলথলাইন। সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ