সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট ভরে খাবার খাওয়ার পরেও আমাদের অনেকেরই মুখরোচক বেশ কিছু খাবার দেখলেই ফের খিদে পায়। তবে এটা ঠিক খিদে নয়। একে বলে চোখের খিদে। আর এই চোখের খিদে কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ যখন এই খাবারগুলো আমাদের খেতে ইচ্ছা করে, আমরা একবারের জন্যও ভেবে দেখি না আমাদের সত্যিই খিদে পেয়েছে কিনা। আর এই কারণেই বিভিন্ন সময় আমরা পেটের সমস্যা, ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যায় ভুগি। জেনে নিন কী কী খাবার পাতে থাকলে ভাজাভুজিতে রাশ টানা যাবে।
ডিম: যদি আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে অবশ্যই ডিম খেতে পারেন। চাইলে সিদ্ধডিমের বদলে কিছু সবজি দিয়ে ভারি করে অমলেট বানিয়ে নিয়েও খেতে পারেন। ডিমে থাকে স্বাস্থ্যকর ফ্যাট। এছাড়াও শরীরে প্রয়োজনীয় প্রোটিনের জোগান দেয় ডিম। সিদ্ধ, পোচ বা অমলেট যে ভাবেই চান না কেন, ডিম খেতে পারেন এই সমস্যা থেকে রেহাই পেতে।
ওটস: ওটসে থাকে প্রচুর ফাইবার। আর ওটস খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। ফলে আপনি এই ভুলভাল খাবার খাওয়ার মতো বিষয় এড়িয়ে চলতে পারবেন সহজেই। স্মুদি, চিলা, প্যানকেক বা খিচুড়ি যেভাবে ইচ্ছা ওটস খেতে পারেন।
আপেল: মুখরোচক কিছু খাবার খাওয়ার ইচ্ছা হলে সেই সময় স্বাস্থ্যের উপযোগী এমন কিছু খাওয়া দরকার, যার ফলে আপনি অস্বাস্থ্যকর ভাজাভুজির মতো খাবারগুলি খাওয়ার ইচ্ছা এড়িয়ে যেতে পারবেন। আর এজন্য আপেল একটা ভালো অপশন। এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ও নানা পুষ্টিগুণ। ন্যাসপাতি, তরমুজের মতো ফল কিংবা গ্রিন স্যালাডও স্বাস্থ্য়ের জন্য ভালো। অনেকটা সময় পেটও ভর্তি থাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.