Advertisement
Advertisement
Skin Care Tips

মোজা ছাড়াই জুতো পরেন? জেনে নিন ত্বকে কী কী সংক্রমণ হতে পারে

চেষ্টা করবেন নরম সুতির মোজা ব্যবহার করার।

wear proper shoe with socks for your feet here are some skin care tips
Published by: Arani Bhattacharya
  • Posted:July 6, 2025 6:40 pm
  • Updated:July 8, 2025 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমকালে মোজা ছাড়াই জুতো পরেন সিংহভাগ মানুষ। পা ঘেমে যাওয়ার মতো অস্বস্তি কাটাতে অনেকেই এই পন্থা অবলম্বন করেন। তব এর ফলে শরীরে বাসা বাঁধতে পারে অন্য সমস্যা। বাড়তে পারে ত্বকে নানা সংক্রমণ। ঠিক কী কী সমস্যা দেখা দিতে পারে জেনে নিন।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, মোজা ছাড়া জুতো পরলে পায়ে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। যা থেকে পায়ের ত্বকে সংক্রমণ হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।

অনেকক্ষেত্রেই জুতো থেকে পায়ে সংক্রমণ দেখা যায়। র‍্যাশ ও চুলকানির মতো নানা সমস্যা থেকে রেহাই পেতে বিশেষজ্ঞরা বলছেন মোজা পরতে।

নতুন জুতো পরলে পায়ে ফোস্কা পরে যাওয়ার সম্ভবনা থেকেই যায়। অনেক ওই ফোস্কায় বারবার আঘাত লাগলে তা বড় আকার ধারণ করে। তাই পায়ে মোজা পরলে তা অনেকসময়ই এই সমস্যার হাত থেকে রক্ষা করে আমাদের পায়ের ত্বককে (Skin Care Tips)।

তবে অবশ্যই চেষ্টা করবেন নরম সুতির মোজা ব্যবহার করার। যা ব্যবহার করলে আপনার পায়ের ত্বকে অন্যন্য সমস্যা তৈরি হবে না। কোনও সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে নেবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ