সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্ত সংঘর্ষের জন্য এক সপ্তাহ স্থগিত রাখা হয়েছিল আইপিএল। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই আগামী ১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু নিয়মিত বাড়িতে বসে খেলা দেখা তো হয়ে ওঠে না। তাই অধিকাংশই এখন মোবাইলেই খেলায় নজর রাখেন। ফলে কোন রিচার্জ প্ল্যানে খেলা দেখার সুবিধাজনক প্ল্যান রয়েছে সেদিকে নজর রাখছেন কমবেশি সকলেই। জানেন জিও গ্রাহকরা কোন কোন প্ল্য়ান রিচার্জ করলে ঝক্কি ছাড়াই দেখতে পারবেন খেলা?
জিও অ্যাড অন প্ল্য়ান (১০০ টাকা)- যদি আপনি জিওর গ্রাহক হয়ে থাকেন, কিন্তু খেলা দেখার জন্য অতিরিক্ত ডেটা রিচার্জের প্ল্যান করে থাকেন, তাহলে এই প্ল্যানটি আদর্শ। এতে পাবেন ৫ জিবি ডেটা ও ৯০ দিনের জন্য হটস্টারের অ্যাক্সেস। তবে এতে কল বা মেসেজের সুবিধা পাবেন না।
জিও ক্রিকেট ডেটা প্যাক (১৯৫ টাকা)- মূলত আইপিএলের কথা মাথায় রেখেই প্ল্য়ান। এতে মিলবে ১৫ জিবি ডেটা ও ৯০ দিনের জন্য হটস্টারের অ্যাক্সেস। এতে হাই কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। তবে এতে কল বা মেসেজের সুবিধা পাবেন না।
জিও অ্যাড অন প্ল্য়ান (৯৪৯ টাকা)- যদি এক রিচার্জে যাবতীয় ফিচার পেতে চান, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ। এতে পাবেন প্রতিদিন ২ জিবি করে ৪জি ডেটা। যে এলাকায় ৫জি রয়েছে, সেখানে সেই সুবিধাও পাবেন। এছাড়া রয়েছে প্রতিদিন ১০০ মেসেজ ও আনলিমিটেড কল। মেয়াদ ৮৪ দিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.