সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি মানেই ভ্রমণপিপাসু। দিঘা, পুরী হোক বা দার্জিলিং, সপ্তাহান্তের ছুটিতেও প্রায় সকলেই চেষ্টা করেন ঘুরে আসতে। স্বাভাবিকভাবেই যে কোনও সময় চাইলেই তো আর টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে ভরসা তৎকাল। আর এই সুযোগকেই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। চলে কালোবাজারি। সেই চক্রকে সায়েস্তা করতেই তৎকাল টিকিট বুকিংয়ে বদল আনা হচ্ছে ৩ টি বদল। যা লাগু হবে জুলাই মাসে।
তৎকাল বুকিংয়ে বাধ্যতামূলক আধার
চলতি বছরের ১ জুলাই থেকে তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক। আপনার IRCTC অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা থাকতেই হবে আধার কার্ড। অন্যথায় বুকিং করতে পারবেন না টিকিট। তাই যদি লিংক করা না থাকে তাহলে অবিলম্বে IRCTC অ্যাকাউন্টের সঙ্গে লিংক করুন আধার।
ওটিপি ভেরিফিকেশন
আপনি রেলের রিজার্ভেশন কাউন্টার বা IRCTC এজেন্ট, যেখান থেকেই টিকিট কাটুন না কেন, ওটিপি বাধ্যতামূলক। ঠিক অনলাইন কেনাকাটার মতোই। ওটিপি ভেরিফিকেশন হলে ভুয়ো বুকিংয়ের সংখ্যা কমবে বলেই আশাবাদী রেল। ১৫ জুলাই থেকে চালু হবে এই ওটিপি ভেরিফিকেশন।
প্রথম ৩০ মিনিট টিকিট কাটতে পারবেন না এজেন্টরা
তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় ১০ টা থেকে ১১ টা। নন এসি বুকিং করা যায়, ১১ টা থেকে। নয়া নিয়মে প্রথম তিরিশ মিনিট বুকিং করতে পারবেন না এজেন্টরা। অর্থাৎ এসির টিকিট বুকিং করতে এজেন্টদের অপেক্ষা করতে হবে ১০.৩০ পর্যন্ত। নন এসির ক্ষেত্রে সময়টা ১১.৩০ মিনিট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.