Advertisement
Advertisement
Adhar

১ জুলাই থেকেই তৎকাল টিকিট বুকিংয়ে আধার ও IRCTC অ্যাকাউন্ট লিঙ্ক বাধ্যতামূলক, জানুন পদ্ধতি

এই পদ্ধতিতে চেষ্টা করে দেখুন।

Here is how to link Adhar with IRCTC account
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 30, 2025 7:52 pm
  • Updated:June 30, 2025 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি মানেই ভ্রমণপিপাসু। দিঘা, পুরী হোক বা দার্জিলিং, সপ্তাহান্তের ছুটিতেও প্রায় সকলেই চেষ্টা করেন ঘুরে আসতে। স্বাভাবিকভাবেই যে কোনও সময় চাইলেই তো আর টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে ভরসা তৎকাল। আর এই সুযোগকেই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। চলে কালোবাজারি। সেই চক্রকে শায়েস্তা করতেই তৎকাল টিকিট বুকিংয়ে বদল আনা হয়েছে একাধিক বদল। যা লাগু হবে ১ জুলাই। এরমধ্যে মূল হল, আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে হবে আধার। নিয়ম কার্যকর হওয়ার আগে জেনে নিন পদ্ধতি।

১. প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইট (WWW.irctc.co.in)-এ যান।
২. নিজের আইআরসিটিসি অ্যাকাউন্ট লগ ইন করুন।
৩.লগ ইন হয়ে গেলে যান, My Profile অপশনে।
৪. সেখানে মিলবে Adhar KYC অপশন। সেটি বেছে নিন।
৫. এরপর সেখানে নিজের ১২ ডিজিটের আধার নম্বর দিন।
৬. ভেরিফিকেশনের জন্য ওটিপি যাবে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে।

তবে এখানেই শেষ নয়। তৎকাল টিকিট বুকিংয়ে আসছে আরও দুটি বদল। সেগুলি হল–

ওটিপি ভেরিফিকেশন

আপনি রেলের রিজার্ভেশন কাউন্টার বা IRCTC এজেন্ট, যেখান থেকেই টিকিট কাটুন না কেন, ওটিপি বাধ্যতামূলক। ঠিক অনলাইন কেনাকাটার মতোই। ওটিপি ভেরিফিকেশন হলে ভুয়ো বুকিংয়ের সংখ্যা কমবে বলেই আশাবাদী রেল। ১৫ জুলাই থেকে চালু হবে এই ওটিপি ভেরিফিকেশন।

প্রথম ৩০ মিনিট টিকিট কাটতে পারবেন না এজেন্টরা

তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় ১০ টা থেকে ১১ টা। নন এসি বুকিং করা যায়, ১১ টা থেকে। নয়া নিয়মে প্রথম তিরিশ মিনিট বুকিং করতে পারবেন না এজেন্টরা। অর্থাৎ এসির টিকিট বুকিং করতে এজেন্টদের অপেক্ষা করতে হবে ১০.৩০ পর্যন্ত। নন এসির ক্ষেত্রে সময়টা ১১.৩০ মিনিট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement