Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

ভিড় ঠেলে প্যান্ডেল হপিংয়ে আলস্য? বাড়িতে এভাবেই কাটান পুজো

আপনার জন্য রইল একগুচ্ছ টিপস।

Durga Puja Lifestyle: Here are some tips to spend time at home during Durga Puja holiday
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2025 4:49 pm
  • Updated:September 28, 2025 4:49 pm   

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানে প্যান্ডেল হপিং। ভিড় ঠেলে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো। ইতিমধ্যে রাস্তায় মানুষের ঢল। বাস, ট্রেন, মেট্রোয় যেন তিলধারণের জায়গা নেই। কিন্তু আপনি কি ভিড়ের মাঝে ব্যতিক্রমী? ভিড় ঠেলে প্রতিমা দর্শন এক্কেবারে না-পসন্দ? তবে অনায়াসে ছুটির কটাদিন বাড়িতেই কাটান। একঘেয়ে যাতে না লাগে তাই অবসরে এভাবে কাটাতে পারেন সময়। আপনার জন্য রইল একগুচ্ছ টিপস।

আপনাকে কি বছরের প্রত্যেক দিন সকাল হতে না হতেই ব্যাগ কাঁধে নিয়ে অফিস ছুটতে হয়? উত্তর হ্যাঁ হলে এই ছুটির দিন কটা নষ্ট করবেন না। বরং একটু বেশি সময় কাটুক বিছানায়। সকালে দেরি করে ঘুম থেকে উঠুন। ভাতঘুমও না হয় চলুক কটাদিন। আর পারলে রাতেও তাড়াতাড়ি ঘুমোতে যান। পুজোর শেষে ঘোরাফেরা করে যখন সবাই ক্লান্ত, তখন দেখবেন এক্কেবারে তরতাজা হয়ে উঠেছেন আপনি।
sleeping

টিভি দেখতে ভালোবাসেন? তবে ঘুম থেকে ওঠার পর বেশি করে টিভি দেখুন। মন চাইলে বেশ কয়েকটি পছন্দসই সিনেমা ডাউনলোড করে রাখতে পারেন। আর ওয়েব সিরিজই যদি হয় আপনার প্রথম পছন্দ হয় তবে তো আর কথাই নেই। আপনার জন্য রয়েছে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম।
Watching TVমন চাইলে এই সময় বেশি করে ভাল ভালো বই পড়ুন। সঙ্গে শারদীয়া নানা পত্রিকা তো রয়েছে।

Reading-a-book

অবশ্যই মনে রাখতে হবে পুজো মানেই কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো। তাই পাঁচদিন সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে আপনজনদের সময় দিন। মন চাইলে পোষ্যের সঙ্গেও কাটাতে পারেন সময়। 

Dog

বাড়িতে বন্ধুবান্ধবদের ডেকে নিয়ে পার্টির বন্দোবস্তও করতে পারেন। চুটিয়ে আড্ডা দিলেই দেখবেন আপনার সারা বছর কাজের ক্লান্তি কেটে যাবে খুব সহজেই। 

Party

পুজো আর বাঙালি খাওয়াদাওয়া করবে না, তা হতেই পারে না। আপনিও এই ক’দিন না হয় ডায়েট ভুলে যান। বেশি করে ভালোমন্দ খাওয়াদাওয়া করুন। বাড়িতে রান্না করতে না চাইলে জোম্যাটো তো আছেই, চিন্তা কী? অর্ডার দিয়ে বাড়িতে এনে হোক রসনাতৃপ্তি।

FOOD

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ