Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

উৎসবের মরশুমে আচমকা অতিথি আগমন? ঝটপট এভাবেই সাজিয়ে তুলুন বাড়ি

তড়িঘড়ি কম পরিশ্রমে আপনার সাধের বাড়িটিকে অতিথি আপ্যায়নের যোগ্য করে তুলুন।

Durga Puja Lifestyle: Here are some ways to decor your home in festive season
Published by: Sayani Sen
  • Posted:September 19, 2025 7:21 pm
  • Updated:September 19, 2025 7:21 pm  

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের ব্যস্ততায় সময়ের বড়ই অভাব। ঘুমচোখ খোলা থেকেই শুরু ইঁদুরদৌড়। প্রতিযোগিতার জীবনে নিজের মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ ক্রমশই কমছে। ইন্টারনেটের যুগে সোশাল মিডিয়ায় মেকি আলাপচারিতাতেই আটকে গিয়েছে জীবন। এই ব্যস্ততার মাঝে যদি বাড়িতে অতিথি আসে, সত্যি ভালো লাগে কি? বাড়িতে কেউ চলে আসলে তো আর তাঁকে তাড়িয়ে দেওয়া যায় না। পরিবর্তে তাঁকে আপ্যায়ন করতেই হবে। আপ্যায়ন তো করবেন কিন্তু বাড়ির যা দশা, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়াই স্বাভাবিক। গালে হাত দিয়ে বসে ভাবলেই তো হবে না, তাই তড়িঘড়ি কম পরিশ্রমে আপনার সাধের বাড়িটিকে অতিথি আপ্যায়নের যোগ্য করে তুলুন। আপনার জন্য রইল টিপস।

আপনি কি দু’কামরার ফ্ল্যাটের বাসিন্দা? তবে অতিথি আসলে নিশ্চয়ই তাঁকে ড্রয়িং রুমে বসতে দেবেন। তাই প্রথমেই সুন্দর করে সাজিয়ে নিন ড্রয়িং রুম। সোফাসেট থাকলে তা গুছিয়ে ফেলুন। কুশনগুলি জায়গায় রাখুন, দেখবেন তাতেই বেশ খানিকটা ধোপদুরস্ত হয়ে উঠেছে আপনার ড্রয়িং রুম।

Cleaning

দু’কামরার ফ্ল্যাট মানে আপনার ড্রয়িং রুমের এক কোণই হয়ে গিয়েছে ডাইনিং রুম। তাই এবার আপনি সাজিয়ে ফেলুন সেই জায়গাটিও।কারণ অতিথি আসলে তাকে তো কিছু খেতে দিতেই হবে। তাই ভাল করে ডাইনিং টেবিল পরিষ্কার করে ফেলুন৷ বাড়িতে থাকলে একটি ফুলদানিও ডাইনিং টেবিলে রাখতে পারেন। তাজা ফুল আনতে পারলে ভালো। নইলে ড্রাই ফুলেই সাজিয়ে তুলুন ফুলদানি।

Dining-Table

আপনার অতিথির কি ড্রয়িং রুমে বসে রান্নাঘরের দিকে নজর যাওয়া সম্ভব? উত্তর হ্যাঁ হলে রান্নাঘরটিও আপনাকে গুছিয়ে রাখতেই হবে। নইলে কিন্তু অতিথির থেকে সমালোচনা শুনতে হতে পারে। তাই প্রথমে রান্নাঘরের চতুর্দিক পরিষ্কার করে ফেলুন। খাবারদাবার প্যাকেটে বাইরে পড়ে থাকলে সেগুলি ঢাকা কোনও জায়গায় ঢুকিয়ে দিন। যাতে আপনার অতিথির কিছুই নজরে না পড়ে।

Kitchen

খুব কাছের কোনও অতিথি হলে তিনি নিশ্চয়ই আপনার শোওয়ার ঘরেও ঢুকবেন। তাই শোওয়ার ঘরটি গুছোতে দেরি করবেন না। প্রথমে বিছানা পরিষ্কারে হাত দিন৷ টানটান করে একটু উজ্জ্বল রংয়ের চাদর বিছানায় পেতে ফেলুন। ঘরে অগোছালো অবস্থায় জামাকাপড় পড়ে থাকলে সেগুলি ভাঁজ করে রাখুন। গুছিয়ে রাখার সময় না পেলে ওই জামাকাপড়গুলি আপাতত আলমারিতে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিন। তাতে ঘর পরিষ্কার হয়ে যাবে আর অতিথিও আপনার ঘরের আসল চেহারা বুঝতে পারবেন না। আপনার অতিথি যদি কোনও মহিলা হন, তবে ড্রেসিং টেবিল গুছিয়ে রাখুন। কারণ, মহিলামাত্রই আয়নার সামনে একবার হলেও দাঁড়াবেন তা ভুলে যাবেন না।

bedroom

ঘর সাজালেন আর বাথরুমে অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে তা যেন না হয়। কারণ, মনে রাখবেন ওই একটিমাত্র জায়গা দেখলেই কিন্তু বোঝা যায় আপনি আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ঠিক কতটা সচেতন৷ তাই অতিথি আসার আগে বাথরুম পরিষ্কারও আবশ্যক।

bathroom

সব শেষে প্রতিটি ঘরে ভালো করে রুম ফ্রেশনার জাতীয় কোনও সুগন্ধি ছড়িয়ে দিন। দেখবেন অতিথি আপনার ঘর গোছানোর প্রশংসা করতে বাধ্য হবেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement