সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমের মরশুম পড়তেই অস্বস্তি বাড়ে ঘরে ঘরে। তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে এসির কোনও বিকল্প নেই। এমনকী গ্রীষ্ম পরবর্তী মৌসুমী ঋতুতেও এসির ঠান্ডা বাতাস ছাড়া গত্যন্তর থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রেই এসি থেকে জল পড়ার মতো সমস্যা দেখা যায় হঠাৎ করেই। যা দেখে মনে শঙ্কা জাগে, এই বুঝি গরমে এসিটাও গেল বিগড়ে! তাহলে এখন উপায়?
এসি থেকে জল পড়ার সমস্যাটি নতুন কিছু নয়। এর জন্য দুশ্চিন্তার কোনও কারণ নেই। টেকশিয়ান ডেকে এনে এককাঁড়ি টাকা খরচ করার আগে নিজে সাবধান হোন। আগে থেকে সতর্ক হলে এই ধরনের সমস্যার হাত থেকে রেহাই পাবেন। কীভাবে? চলুন, জেনে নেওয়া যাক।
(১) এসি বাতাসকে ঠান্ডা করার সময় বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের ফোঁটায় পরিণত হয়। সেই জল একটি ট্রে-র মধ্যে জমতে থাকে। এই জল ড্রেন পাইপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। কনডেন্সেট ড্রেন পাইপে অনেক সময় ছত্রাক, ধুলো, ফাঙ্গাস বা ময়লা জমে ব্লকেজ দেখা দিতে পারে। ফলে জল বাইরে বেরোনোর বদলে ভিতরেই জমতে থাকে। এর ফলে এসি থেকে ফোঁটা ফোঁটা জলের ছিটে দিনরাত পড়তে থাকে। এক্ষেত্রে এসি খুলে ড্রেন লাইন খুঁজে বের করুন। ভ্যাকুউম বা লম্বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। ড্রেন লাইনে সামান্য ভিনিগার ঢেলে রাখুন। ব্যাকটেরিয়া বা ছত্রাক দূর হবে। অন্যথায় সার্ভিস করানোর সময় ড্রেন পাইপটি পরিষ্কার করাতে ভুলবেন না।
(২) এসির এয়ার ফিল্টার নোংরা হয়ে গেলে সঠিক এয়ার ফ্লো বন্ধ হয়ে যায়। এর ফলে ইভাপোরেটর কয়েল ঠান্ডা হয়ে ফ্রিজ হতে শুরু করে। এসি বন্ধ করলেই বরফ গলে জল হয়ে ফোঁটা ফোঁটা বেরিয়ে আসতে শুরু করে। তাই মাসে অন্তত একবার এয়ার ফিল্টার পরিষ্কার করুন।
(৩) অনেক সময় এসি ঘরের ভুল জায়গায় ইনস্টল করা হয়। যদি ইন্ডোর ইউনিট সঠিক উচ্চতায় না থাকে, তাহলে ট্রে থেকে জল বেরিয়ে আসতে পারে। সেজন্য এসি ইন্সটলেশন সবসময় একজন পেশাদার টেকনিশিয়ানকে দিয়ে করাবেন। গোড়ায় গলদ না থাকলে এক্ষেত্রে টাকা বাঁচাতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.