Advertisement
Advertisement
Toilet Cleaning

শৌচালয় পরিষ্কারের সময় রোজ একই ভুল! আপনার বাড়ি জীবাণুদের আখড়া হয়ে উঠছে না তো?

প্রত্যেক গৃহস্থ কমপক্ষে সপ্তাহে একবার শৌচালয় পরিষ্কার করেন।

Here are some essential tips for toilet cleaning
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2025 7:53 pm
  • Updated:July 7, 2025 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক গৃহস্থ কমপক্ষে সপ্তাহে একবার শৌচালয় পরিষ্কার করেন। অনেকেই ভাবেন, এ আর কি এমন বিরাট কাজ। এসব করতে কতক্ষণই বা লাগে। কিন্তু জানেন কি, শৌচালয় পরিষ্কারের সময় এমন কিছু ভুলই আপনাকে বড়সড় সমস্যায় ফেলতে পারে। আপনার বাড়ি নিমেষে হয়ে উঠতে পারে জীবাণুদের আখড়া! তাই আজই সাবধান হোন। জেনে নিন ঠিক কীভাবে পরিষ্কার করলে সম্পূর্ণ জীবাণুমুক্ত হবে আপনার শৌচালয়।

Advertisement

* শৌচালয় পরিষ্কারের সময় গ্লাভস পরেন না অনেকেই। এটি মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়। তাই শৌচালয় পরিষ্কারের আগে অবশ্যই গ্লাভস পরুন।
* এবার শৌচালয় পরিষ্কারের কাজে ব্যবহৃত জীবাণুনাশক কমোড, বেসিনে ঢেলে দিন।
* ২-৩ মিনিট স্ক্রাবার দিয়ে কমোড, বেসিনে জীবাণুনাশক লাগিয়ে রেখে দিন।
* ভালো করে ঘষে ধুয়ে ফেলুন।

Toilet-Cleaning

এবার পালা শৌচালয়ের আয়না পরিষ্কারের। এক্ষেত্রে ভেজা কাপড়ের তুলনায় ওয়েট টিস্যু অনেক বেশি কার্যকর। হালকা হাতে আয়নার কাচ ঘষে পরিষ্কার করে নিন।

* শৌচালয় পরিষ্কারের মানে শুধু কমোড, বেসিন কিংবা আয়না নয়। বাথরুমের টাইলসও পরিষ্কার করতে ভুলবেন না।
* জীবাণুনাশক টাইলসেও ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখুন।
* একটি ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Toilet-Cleaning

অনেকেই শৌচালয় রোজ পরিষ্কার করেন। কিন্তু টাইলসের ক্ষেত্রে গুরুত্ব দেন না। এই কাজটি ভুলেও করবেন না। তাতে বিপদ হতে পারে আপনার। কারণ, বাথরুমের আনাচে কানাচে জীবাণু বাসা বাঁধে। তাদের হামলা থেকে টাইলসও সুরক্ষিত নয়। আর রোজ রোজ শৌচালয়ের টাইলস পরিষ্কার না করলে বহাল তবিয়তে জীবনযাপন শুরু করবে জীবাণুরা। তার ফলে প্রস্রাবে জীবাণু সংক্রমণ-সহ আরও নানা শারীরিক সমস্য়া হতে পারে। তাই আজই সাবধান হোন। বাথরুম পরিষ্কারের নিয়মে বদল আনুন। তাতে আখেরে লাভ আপনারই।

Toilet-Cleaning

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement