Advertisement
Advertisement
Dirty Switchboard

ঘরের সুইচবোর্ডে দাগছোপ? দিওয়ালির আগে নিরাপদে পরিষ্কার করুন এভাবেই

অপরিচ্ছন্ন সুইচবোর্ডই আপনার সাধের বাড়িকে হতশ্রী রূপ দিতে পারে।

Here are some tips for cleaning dirty switchboard
Published by: Sayani Sen
  • Posted:October 10, 2025 4:36 pm
  • Updated:October 10, 2025 4:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর আমরা পরিষ্কার করি সকলেই। তা সত্ত্বেও সুইচবোর্ড পড়ে থাকে অবহেলায়। দাগছোপ হয়ে গেলেও পরিষ্কার করার কথা মাথায় আসে না। অথচ অপরিচ্ছন্ন সুইচবোর্ডই আপনার সাধের বাড়িকে হতশ্রী রূপ দিতে পারে। দিওয়ালির আগে তাই দাগছোপযুক্ত সুইচবোর্ড পরিষ্কারে নজর দিন। সহজ কৌশলে নিরাপদে করুন পরিষ্কার। রইল টিপস।

Advertisement

বাড়িতে হাতের কাছে থাকা নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র দিয়ে সুইচবোর্ড পরিষ্কার করা সম্ভব। ঠিক যেমন টুথপেস্ট। একটি পুরনো ব্রাশে টুথপেস্ট নিন। ভালো করে সুইচবোর্ডে লাগান। শুকনো কাপড় দিয়ে হালকা হাতে ঘষে ফেলুন। মাত্র কয়েক সেকেন্ডে এই পদ্ধতিতে ঝলমল করতে পারে আপনার বাড়ির সুইচবোর্ড।

Toothpaste

কোনও দাগ তোলার জন্য লেবু এবং নুনের যেন কোনও বিকল্প নেই। প্রথমে লেবু টুকরো করে কেটে নিন। তাতে সামান্য নুন দিন। এবার ওই লেবু সুইচবোর্ড ঘষে নিন। কিছুক্ষণ রেখে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। নিমেষেই দাগ গায়েব।

Lemon

টুথপেস্ট কিংবা লেবু-নুন দিয়ে দাগ না উঠলে নেলপলিশ রিমুভার ব্যবহার করে দেখতে পারেন। দাগ উঠে একেবারে সাদা ঝকঝকে হয়ে যাবে সুইচবোর্ড, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সুইচবোর্ড পরিষ্কারের আগে এই কথাগুলি অবশ্যই মনে রাখতে হবে:

* ভেজা অবস্থায় কখনও সুইচবোর্ডে হাত দেবেন না।
* সুইচবোর্ড পরিষ্কারের আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন।
* ভিজে কাপড় দিয়ে সুইচবোর্ড পরিষ্কার করবেন না।
* কোনও তরল পদার্থ সরাসরি স্প্রে করে সুইচবোর্ড পরিষ্কার করবেন না।
* সুইচবোর্ড পুরোপুরি শুকনোর আগে বিদ্যুৎ সংযোগ করবেন না।
* পোড়া গন্ধ কিংবা বিদ্যুৎ সংযোগে কোনও সমস্যা হলে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ