Advertisement
Advertisement
Lifestyle Tips

ব্যবহারের পর মিক্সার-ব্লেন্ডার পরিষ্কার করতে গিয়ে জেরবার? রইল চটজলদি সমাধান

মিক্সার বা ব্লেন্ডার পরিষ্কার কীভাবে করবেন জেনে নিন।

here are some tips for cleaning mixer and blender for good Lifestyle
Published by: Arani Bhattacharya
  • Posted:August 25, 2025 7:59 pm
  • Updated:August 25, 2025 7:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালের জলখাবারের স্মুদি বা জুসই হোক বা প্রতিদিনের রান্নার মশলা বাটা চটজলদি কাজ সারতে আমাদের ভরসা মিক্সার। কিন্তু যে কোনও জিনিস পেস্ট করার পর মিক্সার বা ব্লেন্ডার পরিষ্কার করা যেন বড় চ্যালেঞ্জ। অনেকসময়ই তা থেকে গন্ধ দূর করা দুর্বিষহ হয়ে ওঠে। তাই ঠিক কোন উপায়ে তা পরিষ্কার করলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে জেনে নিন। রইল টিপস।

Advertisement

সকালের জুস বা স্মুদি বানানোর পর তাতে খানিকটা জল দিয়ে ধুয়ে জল ফেলে দেওয়ার আগে তাতে কয়েক ফোঁটা লিক্যুইড সাবান দিয়ে মিক্সার বা ব্লেন্ডারটি চালিয়ে নিলেই অনেকটা পরিষ্কার করা হয়ে যাবে।

ভিনিগার, গেরস্থালির বিভিন্ন সমস্যার সমাধান করতে এ যেন এক অব্যর্থ দাওয়াই। ঠিক সেভাবেই জল ও ভিনিগার বেশ কিছুটা নিয়ে সমপরিমাণে মিশিয়ে একবার ব্লেন্ডার বা মিক্সারটি চালিয়ে নিয়ে কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

হাতের কাছে এতকিছু না থাকলে সামান্য পাতিলেবুর রস ও সৈন্ধব লবণ দিয়ে একইভাবে আপনার রান্নাঘরের মিক্সার বা ব্লেন্ডারটি পরিষ্কার করে নিন।

শুধু পরিষ্কার করলেই হবে না। একইসঙ্গে মিক্সার বা ব্লেন্ডারটি শুকিয়ে নিয়ে তারপরে তুলতে হবে। পরিষ্কার কাপড় ও টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়ে হাওয়া বাতাস আসে এমন জায়গায় রেখে আপনার রান্নাঘরে অতি প্রয়োজনীয় জিনিসটি শুকিয়ে নিয়ে তবেই তুলুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ