সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডিউলার কিচেন, অত্যাধুনিক রান্নাঘরের চাকচিক্য এখন নজর কাড়ে প্রত্যেকের। অনেকেই নতুনভাবে রান্নাঘর সাজানোর খরচ ও পুরনো রান্নাঘর ভেঙে নতুন করে বানানোর আশঙ্কায় পিছিয়ে যান। ভয় নেই পুরনো রান্নাঘরকেই এবার এই উপায় অবলম্বনে নতুন করে ফেলতে পারবেন।
রান্নাঘরে কোন জায়গায় কোন জিনিস রাখলে দেখতে সুন্দর লাগবে সেটা বোঝা খুব প্রয়োজন। সেটা ঠিক করে নিলে রান্নাঘর সাজাতে সুবিধা হবে।
পুরনো বাসনপত্র পালটে ফেলে নতুন বাসন কিনতে পারেন রান্নাঘর নতুনভাবে সাজাতে। পুরনো ফ্রাইং প্যান, খুন্তি, হাতা, থালা, গ্লাস ও বাটি নতুন ধাঁচের কিনে রান্নাঘরে রাখলে ভোল পালটাবে অবশ্যই।
স্টিলের গতে বাঁধা বাসনপত্রের বদলে ব্যবহার করতে পারেন সেরামিকের নানা নতুন ধরনের বাসন। এতে রান্নাঘরে আসবে নতুন লুক।
রান্নাঘরে যাতে পর্যাপ্ত আল থাকে সেদিকে নজর দেবেন। সম্ভব হলে নানারকম আলো দিয়ে রান্নাঘর সাজাতে পারেন। চাইলে নতুন রঙও করে নিতে পারেন আপনার পছন্দের রান্নাঘরে।
রান্নাঘর সাজিয়ে তোলার জন্য নতুন ধরনের ওয়ালপেপারও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ঝক্কি এড়াতে নিজেই ওয়ালপেপার লাগিয়ে নিতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.