সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে প্লাস্টিক, রড আয়রন-সহ নানা ধরনের আসবাব পাওয়া যায়। যা তুলনামূলক সস্তা। কিন্তু আসল কাঠের আসবাবের কোনও বিকল্প নেই। তাই কাঠের আসবাব প্রায় কমবেশি সব বাড়িতেই থাকে। যেমন খাট, ডাইনিং টেবিল, সোফা সেট কিংবা সোফা কাম বেড প্রত্যেক গৃহস্থ বাড়ির অঙ্গ। তা বাড়ির শোভা বাড়ায়। আবার কাঠের আসবাব অনেক বেশি টেকসই। প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করে। তবে বর্ষায় যত সমস্যা। বাইরে সামান্য বৃষ্টি হলেই বাড়িতে থাকা আসবাবের যাচ্ছে তাই দশা।
আসবাবের জন্যই যেন গৃহস্থের সমস্যার শেষ নেই। কারণ, ওই আসবাবে দিনরাত ফুটে উঠছে সাদা দাগ। যা ছত্রাক ছাড়া আর কিছুই নয়। এই ছত্রাক যেমন আসবাবের ক্ষতি করেন, তেমনই আবার বাড়ির বাসিন্দাদের জন্যও ক্ষতিকর। তার ফলে নানা রোগ ছড়াতে পারে। আসবাব প্রতিদিন পরিষ্কার করেও লাভ হচ্ছে না কিছুই। স্বাভাবিকভাবে মনখারাপ গৃহস্থের। তবে ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা মেটানো সম্ভব। আপনার জন্য রইল সে টিপস।
* কাঠের আসবাবে ধুলো জমতে দেবেন না। পারলে প্রতিদিন নরম কাপড় দিয়ে কাঠের আসবাবের ধুলো ঝেড়ে নিন। তা সম্ভব না হলে সপ্তাহে দু’দিন অন্তর আসবাব পরিষ্কার করতে পারেন।
* কাঠকে সমস্ত রোগব্যাধি থেকে দূরে রাখতে পারে পালিশ। তাই বছরে অন্তত একবার যেকোনও সময় পালিশ করিয়ে নিন। তাতে আসবাবের আয়ু বাড়বে। আবার ঘরের শোভাও বাড়বে।
* অতিরিক্ত তাপ কিংবা সরাসরি সূর্যালোক কাঠের আসবাবের যম। তাই তা থেকে কাঠের আসবাব দূরে রাখুন। জানলার পাশে থাকা আসবাবকে সরাসরি রোদ থেকে বাঁচাতে অবশ্যই পর্দা ব্যবহার করুন।
* কাঠের আসবাবে কোনও কারণে জল লাগলে মুশকিল। ছত্রাকের সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই জল লাগলে তড়িঘড়ি নরম সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন।
উপরোক্ত উপায়ে কাঠের আসবাব ছত্রাকমুক্ত করা সম্ভব। না হলে অবশ্যই নিজের ঘর স্যাঁতস্যাঁতে কিনা, সেদিকে খেয়াল রাখুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.