Advertisement
Advertisement
Home Decor Tips

রান্নাঘরের কোণে রাখা ডাস্টবিনে এই জিনিসগুলি ফেলছেন? হতে পারে সর্বনাশ!

মশলার প্যাকেট থেকে প্লাস্টিকের জলের বোতল - সবই ওই নোংরা ফেলার জায়গায় ফেলা হয়।

Home Decor Tips: These common items that you should not recycle in waste bin
Published by: Sayani Sen
  • Posted:June 27, 2025 7:39 pm
  • Updated:June 27, 2025 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নাঘরের কোণে ডাস্টবিন রাখেন প্রায় সকলেই। বাড়ির টুকিটাকি আবর্জনা সেখানে ফেলে দেওয়া হয়। মশলার প্যাকেট থেকে প্লাস্টিকের জলের বোতল – সবই ফেলে দেওয়া হয় ওই নোংরা ফেলার জায়গায়। তবে জানেন কি বাড়িতে থাকা এই ১০টি জিনিস ডাস্টবিনে ফেললে হতে পারে সর্বনাশ।

Dustbin

 

রান্নাঘরে থাকা ডাস্টবিনে ভুলেও হেয়ার স্প্রে, ডিওডোরেন্ট, স্প্রে রঙের বোতল ফেলবেন না। কারণ, তা অন্যান্য ময়লার সঙ্গে মিশে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। তার ফলে ঘটতে পারে বিস্ফোরণও। তাই ভুলেও এই ধরনের বোতল ডাস্টবিনে ফেলবেন না।

Aerosol-Cans

ক্যাডমিয়াম এবং লিথিয়াম থাকে ব্যাটারিতে। তা রান্নাঘরে থাকা ডাস্টবিনে ফেলবেন না। নইলে পরিবেশ দূষণ হতে পারে।

Battery

সাধারণ কাগজ মাটির সঙ্গে মিশে যায়। তার ফলে দূষণের সম্ভাবনা অনেক কম। কিন্তু রঙিন কাগজের উপর থাকা রঙ পরিবেশ দূষণ করে। তাই তা ভুলেও ডাস্টবিনে ফেলবেন না।

dyed-paper

মাটি এবং সেরামিক পাত্র ভুলেও রান্নাঘরের কোণে থাকা ডাস্টবিনে ফেলবেন না। পরিবর্তে তা অন্যভাবে ব্যবহারের চেষ্টা করুন।

Ceramic-pots

প্লাস্টিক এবং জেল দিয়ে তৈরি হয় ডায়পার। যেহেতু এতে খুদেরা প্রস্রাবও করে। শৌচকর্মও সারে তারা। তার ফলে জীবাণু সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়। তাই যেখানে সেখানে তা ফেলবেন না।

Diaper

রঙ, রাসায়নিক এবং জীবাণুনাশকের ফাঁকা বোতল যেখানে সেখানে ফেলবেন না। তার ফলে মাটি দূষণ হতে পারে।

hazardous-waste

ভাঙা কাচ, বাল্ব কিংবা কাচের জানলা ও দরজা ভুল করেও ডাস্টবিনে ফেলবেন না। তাতে কারও হাত, পা কেটে বড়সড় বিপদ হতে পারে।

Glass

প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে বিভিন্ন ধরনের জুসের ট্রেটা প্যাক তৈরি করা হয়। ভুলেও তা রান্নাঘরে থাকা ডাস্টবিনে ফেলবেন না। তার ফলে পরিবেশ দূষণের সম্ভাবনা বাড়ে অনেকটা।

Juice-Box

ব্যান্ডেজ, সিরিঞ্জ, গ্লাভসের মতো জিনিসপত্র ভুল করেও রান্নাঘরে থাকা ডাস্টবিনে ফেলবেন না। তা থেকে জীবাণু সংক্রমণের সমস্যা বাড়ে।

Medical-Waste

পরিবেশের জন্য ক্ষতিকারক কাগজ দিয়ে ন্যাপকিন তৈরি হয়। দূষণ রুখতে চাইলে ভুলেও রান্নাঘরে থাকা ডাস্টবিনে ফেলবেন না।

Napkin

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement