Advertisement
Advertisement
Home Decor

রুম ফ্রেশনার বা কৃত্রিম সুগন্ধী নয়, এই প্রাকৃতিক উপায়েই সুবাসিত করুন আপনার ঘর

ভ্যাপসা গন্ধ কমাতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের সুগন্ধি।

Home Decor tips to avoid odors in your room with camphor
Published by: Arani Bhattacharya
  • Posted:August 29, 2025 9:39 pm
  • Updated:August 29, 2025 9:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষাকাল মানেই ঘরের প্রতিটি কোনার একটু বেশিই যত্ন নিতে হয়। সমস্ত দিক পরিষ্কার করার পরেও এই মরসুমে ঘরে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘরের মধ্যে যে ভ্যাপসা গন্ধ হয় তা কমাতে কোনও বাজারচলতি কৃত্রিম সুগন্ধী নয় বরং বাড়িতেই তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের সুগন্ধি যা আপনার ঘরকে সুবাসিত রাখবে।

Advertisement

বাড়ির পুজোয় ব্যবহৃত কর্পূর দিয়ে বানাতে পারবেন এই সুগন্ধি। পরিষ্কার সুতির কাপরে কর্পূর রেখে তা আপনার আলমারির মধ্যে রেখে দিন। পোকামাকড় হওয়া থেকে শুরু করা জামাকাপড়ে ভ্যাপসা গন্ধ, এসবকিছু থেকেই মুক্তি পাবেন।

ঘর মোছার সময় কর্পূরের টুকরো গুঁড়ো করে নিয়ে ঘর মোছার জলে দিয়ে তা দিয়ে বাড়ি পরিষ্কার করলেই সুবাসিত হবে আপনার গেরস্থালি।

আপনার স্নানঘরে ভ্যাপসা গন্দ বা দুর্গন্ধ থেকে রেহাই পেতেও ব্যবহার করতে পারেন কর্পূর। কোনও রাসায়নিক উপাদান ব্যবহার না করে আপনার স্নানঘরের কোনায় একটি বাটিতে কর্পূর রেখে দিন। এতে আপনার স্নানঘরে দুর্গন্ধ দূর হবে।

বসার বা শোবার ঘরেও একইভাবে বিভিন্ন ফুলের পাপড়ির সঙ্গে কয়েকটি কর্পূরের টুকরো রেখে দিলে সুবাসিত হবে আপনার ঘর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ