Advertisement
Advertisement
Electricity Bill

কাঁড়ি কাঁড়ি বিদ্যুতের বিল? জেনে নিন এসি-মাইক্রোওয়েভ ব্যবহার করেও কীভাবে কমাবেন খরচ

সমস্ত খরচ সামলে বিদ্যুতের বিল দিতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের।

How to reduce electricity bill, here are some tips for you
Published by: Sayani Sen
  • Posted:June 29, 2025 6:24 pm
  • Updated:June 29, 2025 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো প্রচণ্ড গরম। তার সঙ্গে আর্দ্রতা। সবমিলিয়ে বর্ষার শুরুতেও যেন স্বস্তি নেই। তাই ঘরে ঘণ্টার পর ঘণ্টা চলছে এসি, ফ্যান। এছাড়া অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী রয়েছে। সবমিলিয়ে মাস শেষে কাঁড়ি কাঁড়ি বিদ্যুতের বিল। সমস্ত খরচ সামলে বিদ্যুতের বিল দিতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। জানেন কি, কয়েকটি সহজ টিপস মানলে বিভিন্ন ধরনের বৈদ্যুতিন সামগ্রী ব্যবহারের পরেও বিল নাগালের মধ্যে রাখা সম্ভব। গৃহস্থদের জন্য রইল বিশেষ টিপস।

সাধারণ এসির বদলে বাড়িতে ব্যবহার করুন ইনভার্টার এসি। ফাইভ স্টারওয়ালা এই ধরনের এসি চালানোর ফলে ঘর ঠাণ্ডা হয় দ্রুত। বিদ্যুতের খরচও কমে। তবে ২৪ ডিগ্রি কিংবা তার উপরে চালাতে হবে এসি।

AC

ঘরে কেউ নেই। অথচ ঘণ্টার পর ঘণ্টা পাখা চলে যাচ্ছে। এই সমস্য়া প্রায় প্রত্যেক ঘরের। তার ফলে হু হু করে বাড়ছে বিদ্যুতের বিল। এই সমস্যা থেকে মুক্তি পেতে রিমোটওয়ালা পাখা ব্যবহার করতে পারেন। নয়া প্রযুক্তিতে তৈরি এই ধরনের পাখা বিদ্যুতের বিল কমাতে সাহায্য করে। আবার যেখান সেখান থেকে পাখা বন্ধও করতে পারবেন।

BLDC-Fan

বর্তমান ব্যস্ততার যুগে প্রায় প্রতিটি ঘরেই মাইক্রোওয়েভ, টোস্টার থাকে। যার ফলে বিদ্যুতের বিলও বাড়ে খানিকটা। যদিও বুদ্ধি খাটিয়ে এই সমস্ত বৈদ্যুতিন সামগ্রী ব্যবহার করলে খরচ কমবে খানিকটা। সবসময় মাইক্রোওয়েভ, টোস্টার ব্যবহারের পর মেন সুইচ বন্ধ করুন। প্লাগ খুলে রাখতে পারলে খুবই ভালো হয়।

Use these hacks to clean microwave

ওয়াশিং মেশিনও প্রায় প্রতি ঘরে ঘরে থাকে। ফাইভ স্টারওয়ালা ওয়াশিং মেশিন কিনুন। তাতে বাড়তি বিদ্যুতের বিল আসার সম্ভাবনা কমবে খানিকটা।

Your washing machine can do more than just clean clothes

বাড়ি থেকে পুরনো বাল্ব সরিয়ে ফেলুন। তাতে বিদ্যুতের খরচ হয় অনেক বেশি। তার বদলে ফাইভ স্টারওয়ালা এলইডি বাল্ব ব্যবহার করুন।

Bulb

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement