সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিথি অনুযায়ী গভীর রাত থেকেই শুরু হবে জন্মাষ্টমী। প্রায় বেশিরভাগ হিন্দু বাড়িতে এই পুজোর আয়োজন করা হয়। পুজোর আয়োজনে কোনও খামতি রাখতে চান না কেউ। তার উপর আবার জন্মাষ্টমীর বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণের দোলনা। তা সাজানোর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনা করা হয়। কিন্তু যেভাবে ইচ্ছা হল, সেভাবে দোলনা সাজানো উচিত নয়। সংসারে শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে বাস্তুশাস্ত্র মতে নির্দিষ্ট কিছু নিয়ম মানা প্রয়োজন। নইলে হতে পারে বিপদ।
* প্রথমেই দোলনা স্থাপনে সঠিক জায়গা নির্বাচন করতে হবে। বাড়ির উত্তর-পূর্ব অথবা পূর্ব দিকে শ্রীকৃষ্ণের দোলনা রাখুন। তাতে সংসারের শ্রীবৃদ্ধি হবে। নইলে বিপদ হতে পারে।
* জন্মাষ্টমীতে কোন রঙের দোলনায় শ্রীকৃষ্ণকে বসাবেন, তা-ও বাস্তুশাস্ত্র মতে নির্বাচন করা প্রয়োজন। বাস্তুশাস্ত্রবিদদের মতে, হলুদ, সাদা, হালকা নীল এবং সোনালি রঙের দোলনা হওয়া প্রয়োজন। এই রঙগুলি পবিত্রতা, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। কোনও হালকা রঙ ব্যবহার করবেন না। তাতে বাড়িতে নেতিবাচকতার সঞ্চার হতে পারে। উজ্জ্বল রং সংসারে সদর্থক শক্তির জোগান দেবে।
* কোন ধাতুর দোলনা বাছবেন, সেক্ষেত্রে কিছু নিয়মবিধি রয়েছে। কাঠের দোলনা বাছতে পারেন। বাস্তুশাস্ত্রবিদদের মতে, তাতে বাড়িতে সদর্থক শক্তির সঞ্চার হবে। এছাড়া রূপো কিংবা পিতলের দোলনা ব্যবহার করতে পারেন। তবে ভুলেও লোহা কিংবা স্টিলের দোলনা ব্যবহার করবেন না।
ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান কৃষ্ণের। আর সেই হিসেবেই দিনটি পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে। বলা হয় গভীর রাতে চারপাশ যখন নিশুতি, তখনই আরাধনা করা হয় বাল গোপালের। পঞ্জিকা মতে, ২০২৫ সালের জন্মাষ্টমী পড়েছে ১৫ আগস্ট, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে। অষ্টমী থাকবে ১৬ আগস্ট, শনিবার রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত ১৬ আগস্ট রাত্রি ১২টা ৪ মিনিট থেকে রাত ১২টা ৪৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.