সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাত্যহিক জীবনে ব্যবহৃত সমস্ত জিনিসই সময়মতো বদলানো দরকার। অন্তত নিজেকে সুস্থ রাখতে তো বটেই। তা ওষুধ হোক বা প্রসাধন বা খাবার একইভাবে মেয়াদ ফুরোয় আপনার স্নানঘরে ব্যবহার করা বিভিন্ন জিনিসেরও। সময়মতো তাই বদলান আপনার ব্যবহৃত স্নানঘরের জিনিসগুলি। কী কী পালটাবেন জেনে নিন।
সবার প্রথমে যা বদলানো দরকার তা হল আপনার স্নানঘরে ব্যবহার করা তোয়ালে। তা স্নানের সময় ব্যবহার করার তোয়ালেই হোক বা বেসিনে ব্যবহার করা। মনে রাখবেন দীর্ঘদিন ধরে একই তোয়ালে দীর্ঘদিন ব্যবহার করলে তা থেকে নানা রোগজীবাণু ছড়ানোর সম্ভবনা থাকে তাই এক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন।
মনে রাখবেন আপনার স্নানঘরের টয়লেট শিট থেকে সবথেকে বেশি জীবাণু ছড়াতে পারে। তাই দু’দিন অন্তর টয়লেট শিট মনে করে পরিষ্কার করবেন। এছাড়াও অবশ্যই মনে করে প্রতিবার ব্যবহারের পর টয়লেট শিট স্যানিটাইজার স্প্রে ও ওয়াইপস দিয়ে মুছে নেবেন।
বিশেষজ্ঞরা বলছেন ব্যবহার করা লুফা থেকেও স্নানঘরে রোগজীবাণু বেড়ে ওঠে। ভিজে লুফা থেকে তা ছড়ানোর সম্ভবনা থাকে সবথেকে বেশি। তাই তা ব্যবহারের পর শুকিয়ে নেওয়া প্রয়োজন।
স্নানঘরের বাইরে ব্যবহার করা পাপোসও মনে করে সময়মতো বদলান। কারণ জল, ধুলোময়লা জমে পাপোসে প্রচুর জীবাণু জন্মায়। এককথায় একে বলা যায় জীবাণুর আঁতুড়ঘর। তাই নির্দিষ্ট সময়মতো তা কেচে পরিষ্কার করা ও পালটে ফেলা বাঞ্ছনীয়। তাহলেই ভালো থাকবে আপনার স্নানঘর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.