Advertisement
Advertisement
Lifestyle Tips

সাফল্যের শিখরে পৌঁছতে চান? আজ থেকেই মেনে চলুন এই টিপসগুলো

চেষ্টা করুন ইতিবাচক মানুষদের কাছাকাছি থাকতে।

Lifestyle Tips: Here is some habits of highly successful people you need to start today
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2025 7:31 pm
  • Updated:October 13, 2025 7:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্যের শিখরে পৌঁছতে কে না চায়! কিন্তু চাইলেই তো সব স্বপ্ন পূরণ হয় না। তার জন্য মেনে চলতে হয় বেশ কিছু জিনিস। চেষ্টায় খামতি বা পদ্ধতিতে ত্রুটি থাকলে হাজারও চেষ্টাতেও ধরা দেয় না গগনচুম্বী সাফল্য। চলুন আজ জেনে নেওয়া যাক সাফল্যের শিখরে পৌঁছতে অব্যর্থ টিপসগুলো।

Advertisement

১. সফল ব্যক্তিরা কখনই সকালের সময়টা নষ্ট হতে দেন না। তাঁরা দিনের শুরুতেই ২৪ ঘণ্টার পরিকল্পনা সেরে ফেলেন। তারপর সেই মোতাবেক কাজ করেন। সফল হতে হলে একই পন্থা অবলম্বন করুন আপনিও। দিনের শুরু মেডিটেশন বা ব্যয়াম করতে পারেন। সেই সঙ্গে সাজিয়ে ফেলুন গোটা দিনের রুটিন। লক্ষ্য স্থির রাখতে অনেকেই দিনের শুরুর প্রথম ৩০ মিনিট বা ১ ঘণ্টা ফোনের কাছেও যান না। এটা খুব ভালো অভ্যাস। মনে রাখবেন, সকালের শুরুটা ভালো হলে বাকিটাও সুন্দর হয়ে যায়।

One should learn early 7 laws for successful and happier life

২. যে কোনও কিছুই নিখুঁত বা পারফেক্ট হওয়া প্রয়োজন। তবে পারফেক্ট করার অপেক্ষায় কোনও কিছু থেকে পিছিয়ে আসা কখনও সফল ব্যক্তিদের আচরণ হতে পারে না। বড় মাছ ধরার আশায় ছোট মাছ ছেড়ে দেওয়াটা বোকামো। তাই একবারে শিখরে পৌঁছনোর চেষ্টা না করে একটা করে ধাপ এগোন।

৩. সময় যে কোনও মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ। সফল ব্যক্তিত্বরা কখনই সময় নষ্ট করেন না। তাই সাফল্যের শিখরে পৌঁছতে হলে সময়ের যথাযথ ব্যবহার করুন।

Editorial on Relationship between success and fame

৪. শেখার কোনও শেষ নেই। জীবনের শেষদিন পর্যন্ত কিছু না কিছু শেখার সুযোগ মেলে। তাই কখনই ‘সব জেনে গিয়েছি’ এই ধারণা জন্মাতে দেবেন না নিজের মনে। তাহলেই বিপদে পড়বেন।

৫. আপনার চারপাশের মানুষ কেমন, সাফল্যের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীর। ঘনিষ্ঠরা যদি ইতিবাচক মানসিকতার না হল, তাহলে তার সংস্পর্শ আপনার মনোবল ভেঙে দিতে পারে। তাই চেষ্টা করুন, ইতিবাচক মানুষদের কাছে থাকতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ