সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে একনাগাড়ে কাজ করতে অনেকেরই একঘেয়ে লাগে। একে অফিসের বাড়তি চাপ, উপরন্তু ব্যক্তিগত জীবনের নানা সমস্যা অনেকসময়েই কাজে প্রভাব ফেলে। অনেকেই উৎসাহ হারিয়ে ফেলেন। কাজে মনোযোগ থাকেন না। কেউ বা আবার শত চেষ্টা করেও এই সমস্যা থেকে রেহাই পান না! তবে জানেন কি এমন কিছু গাছ রয়েছে, যা আপনার কাজের ডেস্কে রাখলে, সেটা বাড়িতে হোক কিংবা অফিসে, আপনার ভাগ্যোন্নতি কেউ ঠেকাতে পারবে না। পাশাপাশি কাজে উৎসাহও বাড়বে।
এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এমন কোন কোন গাছ রয়েছে যার যত্নআত্তিতে বেশি সময় লাগে না। কারণ কাজের চাপের মাঝে আপনার পক্ষে বাগান বিলাসী হওয়া সম্ভব নয়। তাই জেনে নিন, এমন ক’টা গাছের সন্ধান, যেগুলি অল্প যত্নেও সতেজ থাকবে। সেই তালিকায় রয়েছে- বনসাই বাঁশগাছ, স্ন্যাক প্ল্যান্ট, ইংলিশ আইভি, অ্যালোভেরা, পিস লিলি, জেড প্ল্যান্ট, আরেকা পাম। এই গাছগুলি বাস্তুমতে কাজের জায়গায় রাখা শুভ। এতে আপনার ভাগ্য বদলাতে পারে।
এদের মধ্যে পিস লিলি দেখতে যেমন সুন্দর, তেমনই এর বেশি যত্নও নিতে হয় না। লম্বাটে সবুজ পাতার মাঝে সাদা রঙের একটা সুন্দর ফুল দেখলে কাজের ক্লান্তি-বিরক্ত যে সব দূর হবে, তা বলাই বাহুল্য। স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্টের খুব একটা যত্ন নিতে হয় না। মাটি একেবারে শুকিয়ে গেলে তখন জল দিতে হয়। এই গাছও কাজের ডেস্কে সাজিয়ে রাখতে পারেন। এছাড়াও গাছের নার্সারিতে আজকাল ছোট আকৃতির জুঁই ফুলের গাছ পাওয়া যায়। সুগন্ধী ফুল হলে আপনাআপনি মন ভালো থাকবে। কাজে মনোযোগ বাড়বে। বাস্তুমতে জুঁই গাছ পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে। কে বলতে পারে? এই গাছেই হয়তো লুকিয়ে আপনার সাফল্যের মন্ত্র।
একটানা কম্পিউটারে চোখ রাখা মোটেই চোখের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই যত পারুন কাজের ঘরে সবুজের সমারোহ যাতে বজায় থাকে, সেই চেষ্টা করুন। এক্ষেত্রে যেমন স্নেক প্ল্যান্ট পুরোটাই পাতা। যা অক্সিজেনের মাত্রা বাড়ায়। এছাড়াও ঘরের শোভা বাড়াতে এই গাছের জুড়ি মেলা ভার। বর্তমানে ছোট সাইজের স্নেক প্ল্যান্টও পাওয়া যায়। অন্যদিকে সাকুলেন্ট, লিথপস জাতীয় গাছের পাতা মোটা। পাতাতেই জল ধরে রাখে এরা। ডেস্ক প্ল্যান্ট হিসেবে এগুলির জুড়ি মেলা ভার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.