Advertisement
Advertisement
Monsoon Home Care

বর্ষায় স্যাঁতস্যাঁত করছে বিছানা? জেনে নিন কোন উপায়ে মিলবে মুক্তি

বাইরে বৃষ্টি হচ্ছে বলে দিনভর দরজা, জানলা বন্ধ করে রাখবেন না।

Monsoon Home Care: Here are some tips to keep your home fresh and dry
Published by: Sayani Sen
  • Posted:July 13, 2025 1:15 pm
  • Updated:July 14, 2025 3:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁকিয়ে ব্যাটিং করছে বর্ষা। দিনরাত বৃষ্টি যেন লেগেই রয়েছে। তার ফলে বাইরে যেমন জল, কাদা। আবার ঘরের ভিতর স্যাঁতস্যাঁতে। মেঝে হয়ে রয়েছে ঠান্ডা। বিছানার পরিস্থিতিও যেন একইরকম। শুয়ে বসে শান্তি পাওয়া কঠিন। সহজ কয়েকটি কৌশলে এই বিরক্তিকর পরিস্থিতি থেকে মিলতে পারে মুক্তি। জেনে নিন সেই কৌশল।

Advertisement

West Bengal Weather Update: Rain may lash out in Bengal on Rath Yatraভুলেও বর্ষাকালে জানলায় ভারী পর্দা লাগাবেন না। সিন্থেটিকের পর্দা তো ভুলেও ব্যবহার করবেন না। পরিবর্তে সুতি, লিনেন, খাদির পর্দা লাগান। কারণ, ঘরে যাতে হাওয়া চলাচলের সুবন্দোবস্ত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

Curtainসোফাও স্যাঁতস্যাঁতে হয়ে যায় এই সময়। তাই সোফার কভারের ক্ষেত্রে হালকা সুতির কাপড়ের উপরেই ভরসা রাখুন।

বিছানার ক্ষেত্রেও সমস্যা প্রায় একইরকম। তাই সুতির চাদর ব্যবহার করুন। এক্ষেত্রে লিনেন কিংবা খাদির চাদর হতে পারে আপনার প্রথম পছন্দ। প্রয়োজনে ঘুমনোর আগে হেয়ার ড্রায়ার দিয়ে বিছানার স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে পারেন।

Bedsheetসুতির চাদরেও বিছানার স্যাঁতস্যাঁতে ভাব দূর না হলে আরেকটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে চাদরের নিচে হালকা কম্বল কিংবা হাল ফ্যাশনের এসি ব্ল্যাঙ্কেট বিছানায় পেতে রাখতে পারেন। তাতে নিঃসন্দেহে আরাম পাবেন।

AC-blanketবর্ষার মেঘ, বৃষ্টিতে খুব সহজে অবসাদ গ্রাস করে। তাই এই সময়ে নিজেকে চনমনে করতে ঘরের রং বদল করতে পারেন। সাদা কিংবা অন্য কোনও হালকা রং ঘরে করুন। একটু বেশি উজ্জ্বল আলো লাগাতে পারেন। তাতে ঘর নিমেষে উজ্জ্বল হয়ে উঠবে।

Homeবাইরে বৃষ্টি হচ্ছে বলে দিনভর দরজা, জানলা বন্ধ করে রাখবেন না। তাতে ঘর স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকটা। তাই এই সময় মাঝেমধ্যে জানলা খুলে রাখুন। তাতে বাইরের হাওয়া ভিতরে ঢুকবে।

Window

উপরোক্ত এই কৌশলে বর্ষায় স্যাঁতস্যাঁতে ঘর থেকে মিলতে পারে মুক্তি। সুন্দর হয়ে উঠবে আপনার গৃহকোণ।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ