সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা মানেই দফায় দফায় বৃষ্টি। এই রোদ্দুর তো, এই মেঘ। অঝোরে বৃষ্টিতে যেন ছাতাও যথেষ্ট নয়। তা বলে তো আর অফিস ছুটি নয়। গন্তব্যে পৌঁছতে গিয়ে কাকভেজা হতে হয় মাঝেমধ্যেই। আর ভেজা পোশাকে সময় কাটানো মানেই জ্বর-সর্দি হওয়ার বিস্তর সম্ভাবনা। কিন্তু রাস্তাঘাটে পোশাক বদল কিংবা শুকনোর সুযোগ পাওয়া তো সবসময় সম্ভব নয়। তবে সামান্য বুদ্ধির জোরে হতে পারে মুশকিল আসান। গায়ে পরে থাকা পোশাক শুকিয়ে নেওয়া সম্ভব। আপনার জন্য রইল টিপস।
* পরনে থাকা জামাকাপড় যতটা পারেন নিগড়ে নিন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পোশাক যেন কুঁচকে না যায়।
* হাতের কাছে টিস্যু পেপার কিংবা শুকনো তোয়ালে থাকলে তা ভেজা জামাকাপড়ের উপর রেখে দিন। অতিরিক্ত জল সহজে শুষে নেওয়া যাবে।
* হাওয়ায় তাড়াতাড়ি ভিজে পোশাক শুকনো সম্ভব। তাই পাখা আছে কিংবা হাওয়া চলাচল ভালো হয়, সেরকম জায়গায় যান। তাড়াতাড়ি পোশাক শুকনোর চেষ্টা করুন।
* যদি পাখার বন্দোবস্ত না থাকে তাহলে পোশাক নাড়াচাড়া করে হাওয়া দেওয়ার চেষ্টা করুন।
* হাতের কাছে কোনও চাদর থাকলে তা ভিজে পোশাকের নিচে রাখতে পারেন। ওই চাদরটির আবার শরীরের সঙ্গে স্পর্শ থাকলে ভালো হয়। তার ফলে খুব সহজেই পোশাক শুকিয়ে যাবে।* হাতের কাছে হেয়ার ড্রায়ার থাকলে তো আর কথাই নেই। ওই হাওয়াতেও শুকিয়ে যেতে পারে আপনার পোশাক।
কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:
* মোজা, স্কার্ফ কিংবা জ্যাকেটের জলধারণ ক্ষমতা বেশি। তাই ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি খুলে ফেলুন।
* বৃষ্টি পড়ার সময় রাস্তায় বাস কিংবা অটোর জন্য অপেক্ষা করছেন? এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। হাঁটাচলা করুন। তাতে ভেজার সম্ভাবনা কম।
* বর্ষায় ভিজে জায়গায় বসবেন না। তাতে কোনও দাগ লেগে পোশাক নষ্ট হতে পারে।
* এসির হাওয়ায় না থাকার চেষ্টা করুন। তাতে পোশাক শুকোতে বেশি সময় লাগবে। আবার জ্বর-সর্দিও হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.