Advertisement
Advertisement
Fridge maintenance

সাবধান! এই পাঁচ ভুলেই নষ্ট হতে পারে আপনার বাড়ির ফ্রিজ

এই ভুলগুলি এড়িয়ে চলতে পারলেই আপনার বাড়ির ফ্রিজ থাকবে একদম চাঙ্গা।

some tips for Fridge maintenance

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 6, 2025 7:46 pm
  • Updated:June 6, 2025 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির অন্যান্য ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেসের থেকে একটু বাড়তি যত্ন নিতে হয় বাড়ির ফ্রিজের। কাজের চাপ ও ব্যস্ততায় সারা সপ্তাহের বাজার, রান্না করা খাবারের বন্দোবস্ত করে রাখতে বাড়ির ফ্রিজটি ব্যবহার করতে হবে সঠিকভাবে। নচেৎ তা খারাপ হলেই কিন্তু বাড়বে সমস্যা। এই ভুলগুলি এড়িয়ে চলতে পারলেই আপনার বাড়ির ফ্রিজ থাকবে একদম চাঙ্গা। রইল টিপস-


১. ফ্রিজের দরজা বারবার খুলবেন না। তাতে বাইরের গরম হাওয়া ফ্রিজের ভিতরে প্রবেশ করে। এতে ফ্রিজের তাপমাত্রা বারবার ফ্লাকচুয়েট করে। ফলে নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে রাখা খাবার। তাই প্রয়োজন ছাড়া ফ্রিজের দরজা বারবার খুলবেন না।

২. সব খাবার কিন্তু ফ্রিজে রাখা যায় না, এটা মাথায় রাখতে হবে। ফ্রিজে কোনওভাবে আলু, পিঁয়াজ রাখবেন না। খুব গরম না পড়লে বা অসুবিধা না থাকলে টমেটোও ফ্রিজে না রাখার চেষ্টাই করুন।

৩. নিয়ম করে ফ্রিজ পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন। ফ্রিজে প্রতিদিন খাবার রাখার সময় বা খাবার বের করার সময় তা কমবেশি পড়ে যেতেই পারে। সেই খাবারই পড়ে থেকে ফ্রিজে দুর্গন্ধ ছড়াতে পারে। নষ্ট হতে পারে বাকি খাবারও। তাই নিয়ম করে বাড়ির ফ্রিজ পরিষ্কার করুন।

৪. প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জিনিস ফ্রিজে রাখা থেকে বিরত থাকুন। অযথা ফ্রিজে অতিরিক্ত বোতল, প্যাকেট ইত্যাদি রাখবেন না। প্রয়োজনের বেশি জিনিস রাখলে ফ্রিজের ভিতরে হাওয়া চলাচলে বাধা সৃষ্টি হয়। ফলে ফ্রিজ নষ্ট হওয়ার সম্ভবনা থাকে খুব।

৫. ফ্রিজের কয়েল, যা কিনা খাবার ও পানীয় ঠান্ডা রাখতে সাহায্য করে। সেই কয়েল যদি ধুলো-ময়লায় ঢাকা পড়ে যায় তাহলে ফ্রিজ ঠান্ডা হতে অনেক সময় নেয় এবং খাবার নষ্ট হওয়ার সম্ভবনাও বাড়ে। তাই নিয়ম করে ফ্রিজের কয়েল পরিষ্কার করুন। এতে আপনার ফ্রিজ দীর্ঘমেয়াদী হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement