Advertisement
Advertisement
Madhabilata-Garden

সুবাসিত মাধবীলতাতে বাড়ির বাগান সাজানোর ইচ্ছা! কীভাবে করবেন পরিচর্যা? রইল টিপস

তিন নম্বর টিপসটি মেনে চললে হাসি ফুটবে মাধবীলতার মুখে।

some tips for Madhabilata plant of your garden

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 11, 2025 9:26 pm
  • Updated:June 11, 2025 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির মূল ফটকের উপর মাধবীলতা গাছ আর তাতে সাদা আর দুধে আলতা রংয়ের একঝাঁক ফুল। একটা সময় রুচিশীল অভিজাত বাঙালি বাড়িটা সাজত ঠিক এরকম ভাবেই। বর্ষায় সেই মাধবীলতার ভিজে গাছ থেকে ভেসে আসে আসত ফুলের সুবাস। টুপটুপ করে বৃষ্টি শেষে ঝরে পড়তো বৃষ্টির জল। বাড়িতে ঢোকার মুখে মূল ফটকেই থাকতো এরকম একটা দৃষ্টিনন্দন বিষয়। সেসব এখন কিছুটা কমে গেলেও পুরোপুরি অতীত হয়ে যায়নি। স্বল্প পরিসরে দু’কামরার ফ্ল্যাটেও মাধবীলতা গাছ এখনও অনেকেই বসান। কম জায়গায় বসানো এই গাছের পরিচর্যায় একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আসুন জেনে নেওয়া যাক কী উপায়ে মাধবীলতা গাছের যত্ন নেবেন-

১. জায়গা অনুযায়ী টবের ব্যবস্থা করুন ও তাতে বসান মাধবীলতা গাছ। বাগানের মাটির সঙ্গে মিশিয়ে নেবেন কোকোপিট, বালি ও কম্পোস্ট সার। মাথায় রাখবেন এই গাছের ক্ষেত্রে কিন্তু জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক হওয়া প্রয়োজন। মাধবীলতা গাছের গোড়ায় একেবারেই জল জমতে দেওয়া যাবে না। নাহলে গাছের গোড়া পচে গিয়ে গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সে বিষয়ে সচেতন থাকতে হবে।

ছবি: ফেসবুক

২.মাটি তৈরির সময় হাড় গুঁড়ো বা এক চামচ ফসফেট, সার হিসেবে মাটিতে ব্যবহার করতেই পারেন। এছাড়াও অল্প জলে লালা পতাশ মিশিয়ে সার তৈরি করে মাধবিলতা গাছে স্প্রে করতে বা গাছের গোড়াতে দিতে পারেন। এর ফলে গাছের বৃদ্ধিও যেমন হবে তেমনি প্রচুর ফুল আসবে গাছে।

৩. রাসায়নিক সার আপনার সখের গাছে দিতে না চাইলে ব্যবহার করতে পারেন কলার খোসা ভেজানো জল অথবা সরষের খোল। তিন থেকে চার দিন সরষের খোল ভিজিয়ে রেখে তাতে ভাতের ফ্যান ও জল মিশিয়েও বানিয়ে নিতে পারেন সার। যা মাধবীলতা গাছের জন্যও বিশেষভাবে উপকারি।

৪. মাধবীলতা গাছের ক্ষেত্রে পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন। অন্ততপক্ষে ছয় থেকে আট ঘণ্টা পর্যাপ্ত সূর্যের আলো পড়ে বাড়ির এমন জায়গাতে এই গাছটি বসাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement